News71.com
 Entertaintment
 05 Dec 20, 10:18 PM
 408           
 0
 05 Dec 20, 10:18 PM

সৈয়দপুরে ইমপ্রেসের শুটিং স্পটে আগুন।।

সৈয়দপুরে ইমপ্রেসের শুটিং স্পটে আগুন।।

বিনোদন ডেস্কঃ নীলফামারীতে ইমপ্রেস টেলিফিল্মের মুক্তিযুদ্ধ বিষয়ক ডকুমেন্টারি ফিল্মের শুটিং ইউনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সৈয়দপুর রেলওয়ে ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলীর কার্যালয়ের অব্যবহৃত কিছু জিনিসপত্র পুড়ে গেছে। শনিবার (৫ ডিসেম্বর) ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।ফায়ার সার্ভিস ও রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, শনিবার ভোরে চ্যানেল আইয়ের সহযোগিতায় ইমপ্রেস টেলিফিল্মের মুক্তিযুদ্ধভিত্তিক ডকুমেন্টারি ফিল্ম ‘দামাল’ এর শুটিংয়ের কাজ চলছিল। এসময় সকাল ৬টার দিকে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুন পাশের গোডাউনে ছড়িয়ে যায়। এতে সেখানে থাকা পুরাতন কিছু স্লিপার, অব্যবহৃত কিছু দরজা-জানালা ও কিছু গাছের গুঁড়ি পুড়ে যায়। খবর পেয়ে সৈয়দপুর, উত্তরা ইপিজিড ও নীলফামারী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। নীলফামারী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আমিরুল ইসলাম জানান, ওয়েস্টেজ গোডাউনে শুটিংয়ের সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে গুদামের কিছু পুরাতন জিনিসপত্র পুড়ে যায়। অগ্নিকাণ্ডে আনুমানিক দেড় লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন