Entertaintment
 16 Nov 20, 06:37 PM
 47             0

বলিউডের একই সিনেমায় দেখা মিলবে সুপারষ্টার শাহরুখ ও সালমানের॥

বলিউডের একই সিনেমায় দেখা মিলবে সুপারষ্টার শাহরুখ ও সালমানের॥

 

বিনোদন ডেস্কঃ বলিউডের দুই খান। বলিউড ভাইজানখ্যাত সালমান খান আর বলিউড বাদশাখ্যাত শাহরুখ খান। আবারও একসঙ্গে পর্দায় আসতে যাচ্ছেন। সিদ্ধান্ত আনন্দ পরিচালিত ‘পাঠান’ সিনেমায় দেখা যাবে তাদের। সিনেমাটির একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করবেন সালমান খান। এমনটাই জানা গেছে বলিউড হাঙ্গামা সূত্রে।চলতি মাসের শেষের দিকে চিত্রায়ণ শুরু হওয়ার কথা রয়েছে সিনেমাটির। ‘পাঠান’ সিনেমায় টানা ১২দিন চিত্রায়ণ করবেন সালমান খান। তারপর শুরু করবেন নিজের ‘টাইগার-৩’ সিনেমার কাজ। জানা গেছে, ‘পাঠান’ এর মাধ্যমে প্রায় আড়াই বছর পর মুখ্য ভূমিকায় ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন শাহরুখ খান। যশরাজ ফিল্মস প্রযোজিত এ সিনেমায় সালমান-শাহরুখের সঙ্গে দীপিকা পাডুকোনকেও দেখা যাবে।নতুন সিনেমাটি নিয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস। প্রতিষ্ঠানটির ৫০ বছর পূর্তিতে আসবে পারে ঘোষণা। বাকি অভিনয় শিল্পীদের নামও তখনই জানানো হবে।এর আগে, ২০১৭ সালে সালমান খানের ‘টিউবলাইট’ সিনেমায় পর্দায় এসেছিলেন শাহরুখ খান। ঠিক পরের বছর শাহরুখের ‘জিরো’ সিনেমাতেও দেখা গিয়েছিল সালমান খানকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')