News71.com
 Entertaintment
 21 Aug 20, 06:40 PM
 526           
 0
 21 Aug 20, 06:40 PM

করোনা উপসর্গ নিয়ে আইসিইউতে জনপ্রিয় কন্ঠশিল্পী ফেরদৌস ওয়াহিদ॥

করোনা উপসর্গ নিয়ে আইসিইউতে জনপ্রিয় কন্ঠশিল্পী ফেরদৌস ওয়াহিদ॥

বিনোদন ডেস্কঃ জ্বর ও শারীরিক দুর্বলতা নিয়ে বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ। বর্তমানে শারীরিক অবস্থা অবনতি হওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউ) রাখা হয়েছে। ৬৭ বছর বয়সী এ সংগীতশিল্পী কয়েক বছর ধরে হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছিলেন।জানা গেছে, প্রায় এক সপ্তাহ ধরে তিনি (ফেরদৌস ওয়াহিদ) জ্বরে ভুগছেন। কয়েকদিন আগে ঢাকার একটি হাসপাতালে করোনা টেস্ট করানো হয়েছিল, কিন্তু রেজাল্ট নেগেটিভ আসে। কিন্তু জ্বরের কারণে তিনি ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারছিলেন না। ফলে শরীর বেশ দুর্বল হয়ে গেছে। এ জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চার দশকেরও বেশি সময় ধরে গান করে আসছেন গুণী সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ। দীর্ঘ ক্যারিয়ারে অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছেন কিংবদন্তি এই গায়ক। গান করার পাশাপাশি নায়ক ও চলচ্চিত্র পরিচালক হিসেবেও কাজ করেছেন তিনি। সিনেমাতে ফেরদৌস ওয়াহিদ প্রথম প্লেব্যাক করেন দেওয়ান নজরুল পরিচালিত ‘আসামী হাজির’ সিনেমায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন