Entertaintment
 27 Jul 20, 09:20 PM
 20             0

ব্যাচেলর জীবনের ইতি টানছেন টাইটানিকের নায়ক ডিক্যাপ্রিও॥

ব্যাচেলর জীবনের ইতি টানছেন টাইটানিকের নায়ক ডিক্যাপ্রিও॥

বিনোদন ডেস্কঃ বিয়ে করে ব্যাচেলর জীবনের অবসান ঘটাতে যাচ্ছেন মার্কিন অভিনেতা ও প্রযোজক লিওনার্দো ডিক্যাপ্রিও। তার আড়াই বছরের প্রেমিকা ক্যামিলা মরোনকে বিয়ে করতে যাচ্ছেন বলে শোনা যাচ্ছে। ক্যামিলাকে ইতোমধ্যেই বিয়ের প্রস্তাব দিয়েছেন ডিক্যাপ্রিও। ক্যামিলার পরিবারও এই প্রস্তাবে রাজি। তবে ক্যামিলা ও ডিক্যাপ্রিওর বিয়ের তারিখ নির্ধারণ করা সম্ভব হচ্ছে না করোনাভাইরাস মহামারির কারণে। পরিস্থিতির উন্নতি হলে আগামী বছর বিয়ে করতে পারেন এই জুটি। অথবা তার আগেই কাছের বন্ধু ও পরিবারের সদস্যদের নিয়ে সাদামাটা আয়োজনে বিয়ে করতে পারেন তারা।করোনাভাইরাসের প্রকোপ বাড়ার পর ডিক্যাপ্রিও ও ক্যামিলা একসঙ্গেই কোয়ারেন্টাইনে ছিলেন। ৪৫ বছর বয়সী এই অভিনেতার সঙ্গে ২৩ বছর বয়সী মডেল-অভিনেত্রী ক্যামিলার বিয়ের বিষয়টি অবশ্য এখনও নিশ্চিত করে জানায়নি কোনো পক্ষই। তবে ভক্তদের চাওয়া দ্রুতই ব্যাচেলর জীবনের ইতি টানবেন লিওনার্দো ডিক্যাপ্রিও।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')