News71.com
 Entertaintment
 12 Jul 20, 09:51 PM
 636           
 0
 12 Jul 20, 09:51 PM

ভারতীয় চিকিৎসক-নার্সরা ঈশ্বরের আরেক রূপ॥ অমিতাভ বচ্চন

ভারতীয় চিকিৎসক-নার্সরা ঈশ্বরের আরেক রূপ॥ অমিতাভ বচ্চন

বিনোদন ডেস্কঃ করোনায় আক্রান্ত হয়ে অমিতাভ বচ্চন মুম্বাইয়ের নানাবতী সুপার স্পেশালিটি হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন। বর্তমান তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। এদিকে হাসপাতালের চিকিৎসা অবকাঠামো আর চিকিৎসক-নার্সদের সেবায় পঞ্চমুখ বলিউডের শাহেন শাহ। এক ভিডিও বার্তায় নানাবতী হাসপাতালের চিকিৎসক-নার্স ও সব কর্মচারীদের প্রশংসা করেন বলিউডের ৭৭ বছর বয়সী এ অভিনেতা।অমিতাভ বচ্চন ভিডিও বার্তায় বলেন, আমি ভিডিওতে কথা বলতে এসেছি নানাবতী হাসপাতালের চিকিৎসক ও নার্সদের নিয়ে। গুজরাটের রাস্তায় বিলবোর্ড লাগাতে চাই। সেখানে লেখা থাকবে, মন্দিরেই কী শুধু ঈশ্বর থাকেন! ভগবানও কোট প্যান্ট পরে হাসপাতালে কাজ করেছেন। তিনি বলেন, আজ যারা হাসপাতালে কাজ করছেন চিকিৎসক-নার্সসহ হাসপাতালের কর্মীরা সবাই ঈশ্বরের রূপ। তারা অনেক পরিশ্রম করে মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। নানাবতী হাসপাতালকে ধন্যবাদ দিয়ে তিনি বলেন, বর্তমান পরিস্থিতি মানুষের জন্য হতাশাজনক। আমি সবার কাছে হাতজোড় করে বলছি, এ চিকিৎসকরা নিজেদের সবকিছু উজার করে মানুষের জীবন বাঁচাচ্ছেন। তাদের সহযোগিতা করতে হবে। খুব শিগগিরই এই সমস্যা কাটিয়ে উঠব আমরা। এ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসক-নার্সদের সেবা দেয়ার যে গুণ তা সত্যি অকল্পনীয়, বেশ ভালো অভিহজ্ঞতা হলো আমার। আমি জানি মানুষের ভালোবাসায় আমার এ পাওয়া।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন