entertaintment
 13 Feb 20, 10:13 PM
 111             0

ক্রিকেটারকে বিয়ে করছেন অভিনেত্রী আনুশকা॥ সুপারষ্টার প্রভাসকে নয়

ক্রিকেটারকে বিয়ে করছেন অভিনেত্রী আনুশকা॥ সুপারষ্টার প্রভাসকে নয়

বিনোদন ডেস্ক: প্রভাসের সঙ্গে প্রেমের সম্পর্ক চলছে আনুশকার, এ কথা দক্ষিণী সিনেমার প্রায় সকেলই জানতেন। তাদের বিয়ে নিয়েও ভারতীয় মিডিয়া বেশ কয়েকটি খবর প্রকাশ করে। বাহুবলীর সিরিজের দুটি সিনেমায় তাদের রসায়ন অনেকটা নিশ্চিত করে ফেলেছিল। এমনকি সাহো সিনেমার শুটিংয়ে প্রভাস আহত হওয়ার খবর পাওয়ার পর আনুশকার দুবাইতে উড়ে যাওয়া- বিষয়গুলো নিশ্চিত করে দিচ্ছিল সাত পাকে বাঁধা পড়তে চলেছেন দুজন। সব চর্চা উড়ে গেছে ভারতীয় এক ক্রিকেটারের সঙ্গে আনুশকা শেট্টির প্রেমের খবরে। শুধু তাই নয় অচিরেই তার সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে যাচ্ছেন বলে জানা গেছে।ভারতীয় বিনোদনভিত্তিক গণমাধ্যম পিংভিলার বরাত দেশটির বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, আনুশকা তার এই প্রেমিক সম্পর্কে কোনো কথা ফাঁস করেননি। নামও প্রকাশ করেননি সেই ক্রিকেটারের।

ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, আনুশকা এখন তার পরবর্তী ছবি ‘নিঃশব্দম’–এর প্রচার নিয়ে ব্যস্ত। এরই মধ্য শোনা যাচ্ছে, প্রভাস নয়- অন্য আরেকজনের সঙ্গে ডেট করছেন তিনি। সংবাদমাধ্যমটি আরও বলছে, আনুশকা যার সঙ্গে সম্পর্ক গড়েছেন তিনি রঞ্জি ট্রফির ক্রিকেটার। খুব দ্রুতই নাকি তাদের বিয়ের দিনক্ষণ ঘোষণা হবে। জানা গেছে, ওই ক্রিকেটারের বাড়ি উত্তর ভারতে। এ খবর যদি সত্য হয়, তবে ভারতে সিনেমা-ক্রিকেটের আরেকটি নতুন জুটি দেখা যাবে। এর আগে শর্মিলা ঠাকুর-মনসুর আলী খান পতৌদি, কোহলি-আনুশকা শর্মা, হারভজন সিং-গীতা বার্শা, জহির খান-সাগর সাত পাকে বাঁধা পড়েন। সম্প্রতি হার্দিক পাণ্ডিয়া-নাতাশা স্তানকোভিচও এই তালিকায় নাম লিখিয়েছেন। নিঃশব্দম সিনেমায় আনুশকা ছাড়াও আছেন ‘থ্রি ইডিয়ট’ তারকা আর মাধবন। আনুশকা সিনেমায় বাক্প্রতিবন্ধী একজন শিল্পীর চরিত্রে অভিনয় করছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')