News71.com
 Entertaintment
 13 Feb 20, 06:38 PM
 682           
 0
 13 Feb 20, 06:38 PM

এখনই থামা নয়, এগিয়ে যাওয়ার সময় ॥ চিত্রনায়ক শাকিব খান

এখনই থামা নয়, এগিয়ে যাওয়ার সময় ॥ চিত্রনায়ক শাকিব খান

বিনোদন ডেস্কঃ ‘এখন থেমে যাওয়ার সময় নেই। এগিয়ে চলার সময় এখন। কারণ পাশে পেয়েছি আমার বড় ভাই ফারুক সাহেব আলমগীর সাহেবদের মতো বড় সুপাস্টারদের। তারা আমাকে এগিয়ে যাওয়ার মতো সাহস জুগিয়েছেন। এগিয়ে যেতে হবেই দুর্বার গতিতে।’ বীর সিনেমা মুক্তি উপলক্ষে ঢাকা ক্লাবে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে এভাবেই কথাগুলো বললেন শাকিব খান। তিনি বলেন, প্রতি বছরে ২০-২৫টি ছবিতে অভিনয় করতাম সেভাবেই এখন কাজ করতে হবে। নিজের হাউজ থেকে নিয়মিত ছবি বানাবো এবং অন্য প্রযোজক যারা বসে আছেন তাদের ফিরিয়ে আনতে সহযোগীতা করবো। শাহরুখ খান কিংবা আমীর খানের মতো বছরে একটি ছবি করব তেমনটি ভাববো না। কারণ আমাদের ছবির সংখ্যা বাড়াতে হবে। বুধবার (১২ ফেব্রুয়ারি) ঢাকা ক্লাবের স্যামসন হলে 'বীর' ছবির মুক্তি উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন চিত্রনায়ক শাকিব খান।

শাকিব আরও বলেন, একটা সময় ছিলো বেশি দিন না। চারপাঁচ বছর আগের কথা। সকালে এক ছবিতে দুপুরে এক ছবিতে এবং ডাবিং বা রাতে আরেক চলচ্চিত্রে কাজ করতাম। ঠিক সেভাবেই যেন আবার চলচ্চিত্র করতে পারি আমরা সেই ব্যবস্থায় করব। অনুষ্ঠানে তার আগে শাকিবকে উদ্দেশ্য করে প্রযোজক সমিতির সাধারণ সম্পাদক শামসুল আলম বলেন, অভিনেতা শাকিব খানকে অনুরোধ করে বলছি, বছরে অন্তত ছয়টা ছবি নিজে বানাবেন এবং যে সব প্রযোজক বসে আছেন তাদের যেভাবে ফিরিয়ে আনা যায় তার চেষ্টা করবেন । উল্লেখ্য, বিশ্ব ভালোবাসা দিবসে শাকিব খান অভিনীত বীর সিনেমাটি সারা দেশের ৮০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। এটি নির্মাণ করেছেন কাজী হায়াত। এতে শাকিবের বিপরীতে আছেন শবনম বুবলি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন