News71.com
 Entertaintment
 26 Jan 20, 11:33 AM
 634           
 0
 26 Jan 20, 11:33 AM

এফডিসি থেকে আমাদের তাড়ানোর ব্যবস্থা করা হচ্ছে ॥ পরিচালক সোহানুর রহমান সোহান

এফডিসি থেকে আমাদের তাড়ানোর ব্যবস্থা করা হচ্ছে ॥ পরিচালক সোহানুর রহমান সোহান

বিনোদন ডেস্কঃ ‘চলচ্চিত্র শিল্পকে ধ্বংস করার জন্য কয়েকজন সরকারি কর্মকর্তা মিলে একসঙ্গে কাজ করে যাচ্ছেন। এরা চাচ্ছেন না চলচ্চিত্র শিল্পটা ঘুরে দাঁড়াক। সেটার নমুনায় ছিল বিএফডিসির শুটিংয়ের কারিগরি যন্ত্রপাতি ও স্থাপনার ভাড়ার হার বাড়ানোর তালিকা।’ সংবাদ মাধ্যমকে এভাবে কথাগুলো বলছিলেন ঢাকাই সিনেমার গুণী নির্মাতা সোহানুর রহমান সোহান। তিনি বলেন, ‘চলচ্চিত্রের বর্তমান অবস্থা কাটিয়ে উঠতে প্রধানমন্ত্রী যেখানে কাজ করে যাচ্ছেন, সেখানে কিছু অসাধু সরকারি কর্মকর্তা এ শিল্পটাকে ধ্বংস করতেই তাল মিলিয়েছেন। ইন্ডাস্ট্রি টিকিয়ে রাখতে সরকার কাজ করে যাচ্ছেন। ঠিক তখনই আমাদের এফডিসি থেকে তাড়ানোর জন্য কিছু লোক আমাদের বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে। তারা একপ্রকার এফডিসির ভাড়ার বিষয়টি বাড়িয়ে আমাদের তাড়ানোর ব্যবস্থা করেছেন।’ 

 

পরিচালক সোহান আরও বলেন, ‘সরকারি একটি প্রতিষ্ঠানে চলচ্চিত্রের সঙ্কটময় সময়ে এসে সব ধরনের সহযোগিতা পাওয়ার কথা। কিন্তু আমরা উল্টো সহযোগিতার চেয়ে হয়রানির শিকার হচ্ছি। এফডিসিতে কাজ করতে যে টাকা লাগে তার চেয়েও কম টাকায় বাইরে থেকে আমরা কাজ করতে পারি। এ রকম হলে আমরা এফডিসিতে আসব না। সব কাজ বাইরে করব।’ দীর্ঘদিন থেকে চলচ্চিত্র প্রযোজক–পরিচালকেরা দাবি জানিয়ে আসছিল বিএফডিসির শুটিংয়ের কারিগরি যন্ত্রপাতি ও স্থাপনার ভাড়ার হার কমানোর। চলচ্চিত্র প্রযোজক–পরিচালকদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে গত বছরের ২১ নভেম্বর এফডিসির নতুন ভাড়ার তালিকা প্রকাশ করা হয়, যা ১৫ জানুয়ারি কার্যকর করা হয়। সেখানে কমানোর চেয়ে উল্টো ভাড়া বেড়েছে। এ নিয়ে চলচ্চিত্র প্রযোজক-পরিচালকরা ও সিনেমা সংশ্লিষ্টরা ক্ষোভ প্রকাশ করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন