News71.com
 Entertaintment
 14 Dec 19, 07:53 PM
 678           
 0
 14 Dec 19, 07:53 PM

সোস্যাল মিডিয়ায় এন্ড্রু কিশোরের মৃত্যুর গুজব॥বিরক্ত পরিবার

সোস্যাল মিডিয়ায় এন্ড্রু কিশোরের মৃত্যুর গুজব॥বিরক্ত পরিবার

বিনোদন ডেস্কঃ হঠাৎ করেই মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে প্লেব্যাক সম্রাট কিংবদন্তি কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের। সিঙ্গাপুরে চিকিঃসাধীন এই গায়ক মারা গেছেন বলে শনিবার (১৪ ডিসেম্বর) দুপুর থেকেই এমন দুঃখজনক খবর ছড়িয়ে পড়ে। জনপ্রিয় এই গায়কের মৃত্যুর গুজবের বিষয়টি স্যোশাল প্ল্যাটফর্ম ইউটিউব কিছু অসাধু ব্যক্তি এই ভুয়া খবর ছড়িয়ে দেয়। সেখান থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই সংগীত শিল্পীর মৃত্যুর খবরটি দ্রুত শেয়ার করেন যাচাই না করেই। বিষয়টি নিয়ে শিল্পীর ঘনিষ্ঠজন মোমিন বিশ্বাস বলেন, আজ দাদার সঙ্গে কথা বলেছি। তিনি ভালো আছেন। এন্ড্রু কিশোর দার এখনও চিকিৎসা চলছে। চিকিৎসকরা আশা দিয়েছেন, তিনি সুস্থ হয়ে আবারো ফিরবেন। মোমিন বিশ্বাস আরও বলেন, সবার দোয়ায় ও আল্লাহর রহমতে এখনো ভালো আছেন এন্ডু কিশোর। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার চিকিৎসা চলছে। কেউ মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্ত করবেন না। তার পরিবার এতে বিরক্ত হয়, বিব্রতও হয়। প্রসঙ্গত, ক্যান্সার সন্দেহে ৯ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান এন্ড্রু কিশোর। সেখানে বায়োপসি রিপোর্সে তার ক্যান্সার ধরা পড়ে। পরে ক্যামোথেরাপি দেয়া শুরু হয়। জনপ্রিয় এই শিল্পীর চিকিৎসায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর্থিক সহায়তা করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন