News71.com
 Entertaintment
 08 Dec 19, 07:52 PM
 669           
 0
 08 Dec 19, 07:52 PM

চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য বিশেষ সম্মাননা পেলেন এটিএম শামসুজ্জামান॥

চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য বিশেষ সম্মাননা পেলেন এটিএম শামসুজ্জামান॥

নিউজ ডেস্কঃ চলচ্চিত্র শিল্পে বিশেষ অবদানের জন্য সর্বোচ্চ স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রীর হাত থেকে সম্মাননা নিলেন এটিএম শামসুজ্জামান। রোববার (০৮ ডিসেম্বর) জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৭ ও ২০১৮ প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরস্কার দেয়ার শুরুতেই প্রধানমন্ত্রী আজীবন সম্মাননা পুরস্কার তুলে দেন বরেণ্য অভিনেতা এটিএমন শামসুজ্জামানের হাতে। এরপরেই প্রধানমন্ত্রী আজীবন সম্মানা স্মারক তুলে দেন রূপবান খ্যাত নায়িকা সুজাতা ও বাংলার রঙিন নবাব খ্যাত অভিনেতা প্রবীর মিত্রের হাতে। এরপর ধারাবাহিকভাবে অন্য বিজয়ীদের হাতেও পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেম মিলনায়তনে বিকেল ৪টায় শুরু হয়েছে পুরস্কার প্রদান অনুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান ও তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু। স্বাগত বক্তব্য রাখেন তথ্য সচিব আব্দুল মালেক। এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান উপস্থাপনা করছেন চলচ্চিত্রের জনপ্রিয় মুখ ফেরদৌস ও পূর্ণিমা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন