News71.com
 Entertaintment
 30 Nov 19, 06:44 PM
 653           
 0
 30 Nov 19, 06:44 PM

কলকাতায় মুক্তি পেল বাংলাদেশি চলচ্চিত্র ‘একটি সিনেমার গল্প’॥

কলকাতায় মুক্তি পেল বাংলাদেশি চলচ্চিত্র ‘একটি সিনেমার গল্প’॥

বিনোদন ডেস্কঃ দক্ষিণ কলকাতার শত বছরের প্রাচীন প্রেক্ষাগৃহ বিজলি-তে শুক্রবার (২৯ নভেম্বর) মুক্তি পেল, অভিনেতা আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’। পাঁচটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া চলচ্চিত্রটির কাহিনী ও নির্দেশনায় ছিলেন আলমগীর। এতে অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, আরেফিন শুভসহ দুই বাংলার জনপ্রিয় তারকারা। এর প্রিমিয়ার শো-তে উপস্থিত ছিলেন আলমগীর, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তসহ অনেকে। পরিচালক ও অভিনেতা আলমাগীর বলেন, একজন পরিচালকের কাছে একটি ছবি হলো তার সন্তানের মতো। সন্তানকে তো তার ভালো লাগবেই। অভিনেত্রী ঋতুপর্ণা সেগুপ্ত বলেন, এটা একটা হিরোইন বেজ চলচ্চিত্র। একটি মেয়ের গল্প ছিলো। একটি মেয়ের স্পর্শকাতর বিষয়গুলো পুরুষ হয়েও তার প্রত্যেকটি বিষয় সুন্দরভাবে তুলে ধরেছেন তিনি। সিনেমাটি মুগ্ধ করেছে কলকাতার দর্শকদের। স্থানীয় পরিবেশক বলছেন, বাংলাদেশি চলচ্চিত্রের ভালো দর্শক আছে কলকাতায়। তাই আগামীতেও আরো চলচ্চিত্রের মুক্তি পাওয়ার আশা তার। শোতে আসা এক নারী দর্শক বলেন, চলচ্চিত্রটি শুধু বাঙালিকে উদ্বুদ্ধ করবে না, গোটা ভারতবর্ষকেই উদ্বুদ্ধ করবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন