News71.com
 Entertaintment
 21 Sep 19, 12:12 PM
 570           
 0
 21 Sep 19, 12:12 PM

ঢাকায় শিশুদের নাট্য ও সাংস্কৃতিক উৎসব শুরু॥

ঢাকায় শিশুদের নাট্য ও সাংস্কৃতিক উৎসব শুরু॥

বিনোদন ডেস্কঃ নাচ-গান আর নাটক করে—সারা দেশের এ রকম শিশুরা এখন ঢাকায়। তাদের একজন যশোরের নাজিবুল। মেঝেতে বসে চেয়ারের ওপর রেখে একটি ফরম পূরণ করছিল সে। নিজের অনুভূতির কথা সেখানে লিখেছিল এভাবে—‘আজ ঢাকায় নাটক করতে এসে বেশ আনন্দ হচ্ছে। কারণ, অনেক নতুন বন্ধু পেয়েছি।’ ঢাকায় আছেন, অথচ শিল্পকলা একাডেমিতে কাল যাননি যাঁরা, তাঁরা বঞ্চিত হবেন। নির্মল আনন্দ আর ঝাঁকে ঝাঁকে উদ্যমী শিশু-কিশোরের সাংস্কৃতিক পরিবেশনা দেখতে না যাওয়া রীতিমতো অন্যায়। কেননা, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে তারা এসেছে রাজধানীবাসীকে দেখাতে যে, অনেক সুযোগ-সুবিধা না পেয়েও সংস্কৃতিচর্চায় তারা পিছিয়ে নেই। তাদের নিয়ে ঢাকায় শুরু হয়েছে বড় একটি নাট্য ও সাংস্কৃতিক উৎসব।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন