entertaintment
 30 Aug 19, 11:59 PM
 86             0

বলিউডে অভিষেক হতে যাচ্ছে আমির-কন্যা ইরা খানের।।

বলিউডে অভিষেক হতে যাচ্ছে আমির-কন্যা ইরা খানের।।

বিনোদন ডেস্কঃ শাহরুখ কন্যা সুহানা খান আসার আগেই বলিউডে পা রাখতে চলেছেন আমির কন্যা ইরা খান। তবে নায়িকা নয়, ইরা নাকি পরিচালক হবেন। কথা চলছে, ‘ইউরিপিডেস মেডিকে’ নাটক পরিচালনা করবেন তিনি। তবে তার আগে একটি ভিডিও মিউজিক বানাবেন ইরা। ইতিমধ্যেই নাকি সেই কাজের তোড়জোড় শুরু হয়ে গেছে। সেটের থেকে ছবি তুলে শেয়ারও করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘গাড়িতে আমি ড্যানিয়েল পেরেইরা-র পাশে বসে। হঠাৎই তিনি আমার দিকে তাকিয়ে বললেন, হাই ইরু, তোমার কেরিয়ার শুরু। আমারও তখন তেমনটাই মনে হলো। তবে মিউজিক ভিডিও নিয়ে এর বেশি আর মুখ খোলেননি ইরা।

 

 

সপ্তাহের শুরুতেই ট্রেড অ্যানালিস্ট তরুণ আদর্শ জানান, ইরা খান ইউরিপিডাস মেডিকে পরিচালনা করবেন। প্রিমিয়ার ১৯ ডিসেম্বর। নাটকটি নির্বাচিত কয়েকটি শহরে পরিবেশিত হবে। মহড়া শুরু হবে শিগগিরই। নাটক পরিচালনা নিয়ে কথা বলতে গিয়ে ইরা এর আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি সবসময় ক্যামেরার পেছনে কাজ করতে আগ্রহী। মাসখানেক আগেই ইরা খবরের শিরোনামে উঠে এসেছিলেন। ‘কে আমি’ এই থিমে নিজেকে সাজিয়ে ছবি তুলে সোশাল মিডিয়ায় পোস্ট করেন। আমির খানের প্রথম পক্ষের স্ত্রী রীণা দত্তের মেয়ে ইরা। আমিরের বড় ছেলে জুনেইদ ইতিমধ্যেই রাজকুমার হিরানির ‘পিকে’ ছবিতে সহ পরিচালকের কাজ করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')