entertaintment
 28 Aug 19, 06:56 PM
 52             0

মাকে হুইলচেয়ারে বসিয়ে লন্ডনের রাস্তায় ঘুরলেন বলিউডের সুপারস্টার অক্ষয় কুমার।।

মাকে হুইলচেয়ারে বসিয়ে লন্ডনের রাস্তায় ঘুরলেন বলিউডের সুপারস্টার অক্ষয় কুমার।।

বিনোদন ডেস্কঃ বাবা-মায়ের ভালোবাসার সঙ্গে অন্যকিছু তুলনা হয় না। তাই সকলের উচিত কোনও শর্ত ছাড়াই বাবা-মাকে ভালোবাসা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এমনই বার্তা দিলেন বলিউডের সুপারস্টার অক্ষয় কুমার। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছেন অক্ষয় কুমার। সেখানে দেখা যাচ্ছে মা অরুনা ভাটিয়াকে হুইলচেয়ারে বসিয়ে তাকে নিয়ে লন্ডনের রাস্তায় ঘুরতে বের হয়েছেন তিনি।

সেই ভিডিওর ক্যাপশানেই অক্ষয় লিখেছেন, শুটিংয়ের ফাঁকে মায়ের সঙ্গে কিছু সময় কাটাবো বলে ঠিক করলাম। পরিবর্তনশীল জীবনে ব্যস্ত থাকুন না কেন বাবা-মাকে সময় দিতে ভুলবেন না, ভুলে যাবেন না যে ওনাদেরও বয়স বাড়ছে। প্রসঙ্গত, কিছুদিন আগেই মুক্তি পেয়েছে অক্ষয় কুমার অভিনীত ছবি ‘মিশন মঙ্গল’। মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই সুপারহিট এই ছবি। ইতিমধ্যেই ১৫০ কোটির মাইলফলক পেরিয়ে গিয়েছে অক্ষয়ের এই ছবি। সম্প্রতি ফোর্বসের বিশ্বের সর্বাধিক ধনী তারকাদের তালিকায় চতুর্থ স্থানও দখল করে নিয়েছেন অক্ষয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')