entertaintment
 27 Aug 19, 07:09 PM
 54             0

বন্ধ হলো সালমান-আলিয়ার ‘ইনশাল্লাহ’ ছবির শুটিং॥

বন্ধ হলো সালমান-আলিয়ার ‘ইনশাল্লাহ’ ছবির শুটিং॥

বিনোদন ডেস্কঃ সিনেমা থেকে বেরিয়ে গেলেন সালমান খান। ফলে পরিচালক সঞ্জয় লীলা বনশালি বন্ধ করে দিলেন ‘ইনশাল্লাহ’ শুটিং। যদিও কী কারণে সঞ্জয় লীলা বনশালি ছবির শুটিং বন্ধ করে দিলেন, সে বিষয়ে স্পষ্ট করে কিছুই জানা যায়নি। সূত্রের খবর, সালমান ও সঞ্জয় লীলা বনশালি দু'জনে একসঙ্গে ‘ইনশাল্লাহ’ ছবির শুটিং বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন। চলতি বছর সেপ্টেম্বর থেকে ছবির শুটিং শুরু হওয়ার কথা ছিল। এমনকি বিভিন্ন স্টুডিয়োতে সেটও তৈরি হয়ে হয়। শেষ পর্যন্ত ‘ইনশাল্লাহ’র শুটিং বন্ধ করে, সেখানে অন্য কোনও ছবির শুটিং শুরু করা হবে বলে জানা যাচ্ছে।

এদিকে স্পটবয়-এর খবর অনুয়ায়ী, ঈদে মুক্তি পাওয়ার কথা থাকায় শুটিং শেষ করতে হতো ৮ মাসের মধ্যেই। সেই অনুযায়ী আগামী ৮ মাসের মধ্যে কিছুতেই শুটিং সম্পূর্ণ করা সম্ভব নয়। সেই কারণেই আপাতত ‘ইনশাল্লাহ’ ছবি তৈরি থেকে পিছিয়ে আসেন সালমান-বনশালি। সম্প্রতি টুইট করে ভাইজান জানান, ‘ইনশাল্লাহ’ বন্ধ হয়ে গেলেও আগামী ঈদে অন্য ছবিতে দেখা যাবে তাকে। সালমানের প্রযোজনা সংস্থার ব্যানারেই তৈরি হবে সেই ছবিটি। এছাড়া এই মুহূর্তে ‘দাবাং থ্রি’ নিয়ে ব্যস্ত সালমান খান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')