News71.com
 Entertaintment
 26 Aug 19, 12:54 PM
 592           
 0
 26 Aug 19, 12:54 PM

না ফেরার দেশে চলে গেলেন চলচ্চিত্র অভিনেতা পরিচালক ও প্রযোজক খলিলুর রহমান বাবর॥

না ফেরার দেশে চলে গেলেন চলচ্চিত্র অভিনেতা পরিচালক ও প্রযোজক খলিলুর রহমান বাবর॥

বিনোদন ডেস্কঃ এক সময়ের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা, পরিচালক ও প্রযোজক খলিলুর রহমান বাবর (৬৭) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২৬ আগস্ট) সকাল ৯টা ১০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সাংগঠনিক সচিব কাবিরুল ইসলাম রানা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে বাবর অসুস্থ ছিলেন। গত বৃহস্পতিবার (২২ আগস্ট) তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ধীরে ধীরে তার অবস্থার অবনতি ঘটতে থাকে। সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার জীবনাবসান ঘটে।

সোমবার দুপুরে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে বাদ আসর বাবরের প্রথম জানাযা অনুষ্ঠিত হবে। এরপর সেখান থেকে মরদেহ তার কলাবাগানের বাসায় নেওয়া হবে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে এই তারকাকে মিরপুর বুদ্ধিজীবি কবরস্থানে দাফন করা হবে৷ খলনায়ক হিসেবে বাবরের যাত্রা শুরু হয় নায়করাজ রাজ্জাক প্রযোজিত ও জহিরুল হক পরিচালিত ‘রংবাজ’ চলচ্চিত্রের মধ্য ‍দিয়ে। এরপর তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন