News71.com
 Entertaintment
 25 Aug 19, 02:38 PM
 580           
 0
 25 Aug 19, 02:38 PM

শিল্পকলার মঞ্চে মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ‘কালো রাত্রি’

শিল্পকলার মঞ্চে মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ‘কালো রাত্রি’

বিনোদন ডেস্কঃ পদাতিক নাট্য সংসদের মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ‘কালো রাত্রি’। এটি তাদের ৩৮তম প্রযোজনা। লামিসা শিরীন হোসাইনের ‘লোন সার্ভাইভার’ গল্প অবলম্বনে এর নাট্যরূপ দিয়েছেন ড. তানভীর আহমেদ সিডনী। নির্দেশনায় ওয়াহিদুল ইসলাম। সোমবার (২৬ আগস্ট) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হতে নাটক ‘কালো রাত্রি’। ১৯৭১ সালের ২৫ মার্চের কালো রাত্রিকে ঘিরে এই নাটকের গল্প। এই নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন- শাখাওয়াত হোসেন শিমুল, আকলিমা পুষ্প, মো. ইমরান খান, ইকরামুল ইসলাম, সালমান শুভ চৌধুরী, জিনিয়া আজাদ, চমক তারা, তাসমী চৌধুরী, আবু নাসেম লিমন, স্বরুপ, ফরহাদ সুমন, শরীফুল ইসলাম, অর্ণব, সুমন, জবা, মশিউর রহমান, সৈয়দা শামছি আরা সায়েকা, জেনিতা রহমান হিয়া প্রমুখ। নাটকটির মঞ্চ পরিকল্পনায় সঞ্জীব কুমার দে। আলো পরিকল্পনায় আতিকুল ইসলাম জয়। পোশাক ও কোরিওগ্রাফি সাঈদা শামছি আরা। বাচিক তাসমী চোধুরী। নির্দেশনা উপদেষ্টা সৈয়দ ইশতিয়াক হোসাইন টিটো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন