entertaintment
 14 Aug 19, 11:58 AM
 60             0

মুক্তির আগেই আয় ৩২০ কোটি রূপি আয় করল ভারতীয় সিনেমা ‘সাহো’॥

মুক্তির আগেই আয় ৩২০ কোটি রূপি আয় করল ভারতীয় সিনেমা ‘সাহো’॥

বিনোদন ডেস্কঃ চলতি বছরে ভারতের বহুল আলোচিত সিনেমা ‘সাহো’ আগামী ৩০ আগস্ট মুক্তি পেতে চলেছে। এটিকে এ যাবৎকালে নির্মিত ভারতের অন্যতম বড় অ্যাকশন ছবি হিসেবে ভাবা হচ্ছে। সুজিত পরিচালিত এ স্পাই থ্রিলারে দক্ষিণী সুপারস্টার প্রভাস ও বলিউড তারকা শ্রদ্ধা কাপুর প্রধান চরিত্রে অভিনয় করেছেন।সম্প্রতি সিনেমাটির ট্রেইলার প্রকাশ পায়। সিনেমাটি নির্মাণের ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গেই এর বিশাল বাজেট আলোচনায় চলে আসে। এবার মুক্তির আগে ‘সামান্য’ আয়ের খবর প্রকাশ পেল। একটি বিনোদন পোর্টালের প্রতিবেদনে জানিয়েছে, এরই মধ্যে ‘সাহো’র স্যাটেলাইট স্বত্ব বিক্রি হয়েছে ৩২০ কোটি রুপিতে। সম্প্রতি ছবির অভিনেতা প্রভাস বলেছেন, ‘সাহো’র নির্মাণে খরচ হয়েছে ৩৫০ কোটি রুপি। খরচের অর্থ তো মুক্তির আগেই প্রায় উঠে গেছে!

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')