entertaintment
 11 Aug 19, 01:04 PM
 65             0

সংকটেও শান্ত ও সদাহাস্য থাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিঃ বেয়ার গ্রিলস

সংকটেও শান্ত ও সদাহাস্য থাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিঃ বেয়ার গ্রিলস

বিনোদন ডেস্কঃ পরিস্থিতি প্রতিকূল হলেও শান্ত থাকেন। পরিচিত স্মিত হাসিটিও সর্বদা লেগে থাকে মুখে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্পর্কে এমন প্রশংসাসূচক মন্তব্য তার কোনো গুণমুগ্ধ ভক্তের নয়, ডিসকভারি চ্যানেলের ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’ শোয়ের খ্যাতনামা সঞ্চালক বেয়ার গ্রিলসের। ওই শোয়ের একটি বিশেষ পর্বে গ্রিলসের সঙ্গে দেখা যাবে নরেন্দ্র মোদিকে। আগামী ১২ আগস্ট তার সম্প্রচার। ভারতের উত্তরখণ্ডের রেইনফরেস্টে গিয়ে গ্রিলসের সঙ্গে শুটিং করেছেন মোদি, যার টিজার আগেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন গ্রিলস। তাতে দেখা গেছে, গ্রিলসের সঙ্গে নানা অ্যাডভেঞ্চারের সঙ্গী হয়েছেন মোদি। সংবাদ সংস্থা এএনআইয়ের কাছে সেই অভিজ্ঞতার কথা শোনাতে গিয়ে মোদির প্রশংসায় পঞ্চমুখ গ্রিলস। তাঁর মতে, সমস্ত প্রতিকূল পরিস্থিতিতে মাথা ঠাণ্ডা রাখেন মোদি। এমনকি খারাপ আবহাওয়াতেও তাঁকে বিচলিত হতে দেখা যায়নি। গ্রিলসের কথায়, ‘মঞ্চে স্যুট পরা রাজনীতিকদের বেশ স্মার্ট দেখা যায়। তবে প্রকৃতির মাঝে সেসবের কোনো অর্থ নেই। সেখানে সবাই সমান। একমাত্র নিষ্ঠাবান আর সাহসীরাই সেখানে পাত্তা পায়। প্রকৃতির সঙ্গে সমঝোতা করেই চলতে হয়।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')