Entertaintment
 01 Aug 19, 07:53 PM
 132             0

প্রেমের টানে ১৫ বছরের ছোট রহমানকে বিয়ে করতে যাচ্ছেন অভিনেত্রী সুস্মিতা সেন॥

প্রেমের টানে ১৫ বছরের ছোট রহমানকে বিয়ে করতে যাচ্ছেন অভিনেত্রী সুস্মিতা সেন॥

বিনোদন ডেস্কঃ কথায় বলে, 'জন্ম, মৃত্যু, বিয়ে, তিন বিধাতা নিয়ে'। এই প্রবাদ অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে সুস্মিতা সেনের জীবনে। ৪৩ বছর বয়সে সুস্মিতা প্রেম খুঁজে পেয়েছেন ২৮ বছর বয়সী রহমান শলের মধ্যে। এবার গুঞ্জন শোনা যাচ্ছে চলতি বছরের শেষেই বিয়ে করতে যাচ্ছেন দুজনে।'ভোগ' ম্যাগাজিনে প্রকাশিত খবর অনুযায়ী, নভেম্বর বা ডিসেম্বরেই বিয়ে সেরে ফেলবেন সুস্মিতা-রহমান। ইতোমধ্যেই নাকি সুস্মিতাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন রহমান। সম্মতিও জানিয়েছেন অভিনেত্রী।


কিন্তু ঠিক কীভাবে দেখা হয়েছিল সুস্মিতা ও রহমানের? সেই গল্পও কিন্তু কম মজাদার নয়। গত জুনেই সুস্মিতা জানিয়েছিলেন কোনও ফ্যাশন শোতে আলাপ হয়নি তাঁদের। আচমকাই ঘটে গিয়েছে এই ঘটনা। ব্যপারটা কীরকম? সুস্মিতা জানান, সোশ্যাল মিডিয়ায় অচেনা ব্যক্তিদের মেসেজ পড়ার একেবারেই পক্ষপাতী নন তিনি। ফলে জমা হয়েছিল প্রচুর মেসেজ। একদিন হঠাতই সেগুলো খুলে দেখতে শুরু করেন সুস্মিতা। এভাবেই অন্যমনস্ক হয়ে তিনি খুলে ফেলেন রহমানের মেসেজ। সেই থেকে শুরু কথা। তারপর তা গড়ায় প্রেমে। তবে সুস্মিতা-রোহমানের বিয়ে নিয়ে এই গুঞ্জন নতুন নয়। এর আগেও শোনা গিয়েছিল ২০১৯-এ বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তাঁরা। কিন্তু তখন সেসব খবর গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন সুস্মিতা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')