entertaintment
 31 Jul 19, 06:33 PM
 73             0

কোহলির বাবা হওয়ার বিষয়ে মুখ খুললেন আনুশকা!

কোহলির বাবা হওয়ার বিষয়ে মুখ খুললেন আনুশকা!

বিনোদন ডেস্কঃ অনুশকা শর্মা ও বিরাট কোহলির হাইপ্রোফাইল বিয়ের কথা সবারই মনে আছে। দেশ ছেড়ে সুদূর ইতালিতে এক জাঁকজমক অনুষ্ঠানের মাধ্যমেই চারহাত এক হয়েছিল। বেশ গোপনীয়তার সঙ্গে তাদের বিয়ে সম্পন্ন হয়েছিল। তবে কারোর ক্ষেত্রে বিয়ে হওয়া মানেই পরবর্তী প্রশ্ন আসে বাচ্চা বা সন্তানের জন্মের বিষয়ে। ফিল্ম ফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে তার প্রেগেন্যান্সি নিয়ে বিস্ফোরক কথা বলেছেন আনুশকা। সেখানে তিনি বলেছেন, বিয়ে আগে ডেট করলে বলা হয় বিয়ে কবে হবে? বিয়ে হলেই প্রশ্ন আসে বাচ্চা কবে হবে? তারপরে পোশাক পরিচ্ছদ নিয়েও ট্রোল করা হয়। এইসব বিষয়ে কিছু করার নেই এড়িয়ে যাওয়া ছাড়া। অনুশকা জানিয়েছেন, প্রেগন্যান্সির খবরটি গুজব ও ভিত্তিহীন। অন্যের জীবনে অহেতুক নাক গলানো উচিৎ নয়। ফলে ইচ্ছা না থাকলেও সাফাই দিতে হয় যা সত্যিই অনভিপ্রেত। বেশকিছুদিন হলো প্রিয়াঙ্কা চোপড়ার মা হওয়ার বিষয়ে ব্যাপক গুঞ্জন উঠেছে। এ বিষয়ে ভারতের বিখ্যাত এক জ্যোতিষী বলেছেন দুই বছরের মধ্যেই নাকি প্রিয়াঙ্কা মা হবেন। এ বিষয়ে অবশ্য প্রিয়াঙ্কা কোন মন্তব্য করেন নি। এখন শুধু দেখার পালা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')