entertaintment
 25 Jul 19, 11:18 AM
 64             0

বিয়ের পোশাক বানাতে সব্যসাচীর কাছে ছুটলেন আলিয়া ভাট!

বিয়ের পোশাক বানাতে সব্যসাচীর কাছে ছুটলেন আলিয়া ভাট!

বিনোদন ডেস্কঃ বিয়ের তারিখ নাকি মোটামুটি ঠিক। বি-টাউনে কান পাতলে শোনা যাচ্ছে, আগামী বছরের এপ্রিলেই সাত পাকে বাঁধা পড়ছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। এক সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এনডিটিভি জানায়, সেজন্য আলিয়া ভাট নাকি খ্যাতনামা ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের কাছে বিয়ের লেহেঙ্গা বানানোর অর্ডারও দিয়ে ফেলেছেন! সোশ্যাল মিডিয়ার কল্যাণে কারোর জানতে বাকি নেই, ফিল্ম হোক বা পার্টি---সব ক্ষেত্রেই আলিয়ার প্রথম পছন্দ সব্যসাচীর পোশাক। ফলে, নিজের বিয়েতেও যে তাঁর কাছেই ছুটবেন আলিয়া এতে আর অবাক হওয়ার কিছু নেই। অনেক দিন ধরেই দীপিকা-ক্যাটরিনার এক্স বয়ফ্রেন্ড রণবীর কাপুররের সঙ্গে ডেট করছেন আলিয়া। দুই পরিবারের মধ্যে বিয়ে নিয়ে কথাও হয়েছে, এমনটাই শোনা গিয়েছিল মাঝে। চারহাত এক হতেই যা বাকি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')