entertaintment
 24 Jul 19, 12:21 PM
 54             0

মায়ের হাত ধরে নাচলেন বলিউড সুপারষ্টার সালমান॥

মায়ের হাত ধরে নাচলেন বলিউড সুপারষ্টার সালমান॥

বিনোদন ডেস্কঃ বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান। সালমান বরাবরই পরিবারের সাথে সময় কাটাতে পছন্দ করেন। মাকে ভীষণ ভালোবাসেন বলিউড এ সুপারস্টার। সালমান খান ইদানিং নিজের কর্মকার্ন্ডের জন্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছেন। নিজের সোশ্যাল অ্যাকাউন্টে নানা সময় নানা ধরণের ভিডিও আপলোড দিচ্ছেন এই সুপারস্টার। তা নিয়ে রীতিমতো হটোগোল শুরু হচ্ছে ভক্ত-দর্শকদের মাঝে। ৫০ সেকেন্ডের এই ভিটিওটি নেট দুনিয়ায় ঝড় তুলেছে। ইনস্টাগ্রামে মায়ের সঙ্গে মাঝে মধ্যেই ছবি ও ভিডিও পোস্ট করেন তিনি। এবার মা সালমা খানের সঙ্গে একটি নাচের ভিডিও ভাইরাল হলো। এই ভিডিও দেখে আবেগে আপ্লুত হয়েছেন সালমান খানের ভক্তরা। ভিডিওটিতে দেখা যাচ্ছে, গানের তালে তালে মায়ের সঙ্গে নেচে চলেছেন সালমান। নাচতে নাচতে মায়ের কপালে চুমু খেতেও দেখা যায় তাকে। এক সময় বুকের সঙ্গে জড়িয়ে ধরেন মাকে। মা-ছেলের ভালোবাসার এই ভিডিও সালমান নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করেন। ভিডিওতে আরও দেখা যায়, নাচতে নাচতে ক্লান্ত হয়ে পড়েন সালমা খান। এক সময় ছেলেকে তার পাগলামি থামাতে বলেন। একজন তাদের নাচের ভিডিও ধারণ করছিলো তাকে ভিডিও করতে নিষেধ করেন তিনি।

প্রসঙ্গত, সম্প্রতি নাচ বলিয়ে সিজন-৯ নিয়ে ফিরেছেন সালমান খান। এই শোয়ের প্রযোজনাও করছেন তিনি। এমনকি শোয়ের প্রথম এপিসোডের সঞ্চলনার দায়িত্বেও দেখা যায় সাল্লুকে। উল্লেখ্য, ১৯৮৯ সালে বিবি হো তে এইসি ছবিতে সহ-তারকা হিসেবে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র অঙ্গনে প্রবেশ করেন। পরবর্তীতে সুরাজ ভরজাত্যার ব্লকবাস্টার ছবি 'ম্যায়নে প্যায়ার কিয়া'য় তে অভিনয়ের মাধ্যমে নায়ক হিসেবে আত্মপ্রকাশ ঘটালেও এখন পর্যন্ত ভক্তদের কাছে সমান জনপ্রিয় সাল্লু ভাই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')