News71.com
 Entertaintment
 01 Jul 19, 12:13 PM
 563           
 0
 01 Jul 19, 12:13 PM

ঢাকায় কনসার্টে গাইবেন নোবেল সহ দেশের গুণী শিল্পীরা ॥

ঢাকায় কনসার্টে গাইবেন নোবেল সহ দেশের গুণী শিল্পীরা ॥

বিনোদন ডেস্কঃ ভারতীয় টিভি চ্যানেল জি বাংলার ‘সা রে গা মা পা’ রিয়েলিটি শো-এর মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পাওয়া কণ্ঠশিল্পী মাঈনুল আহসান নোবেল এবার গান গাইবেন ঢাকায়। একই মঞ্চে গাইবেন ‘আশিকি ২’ সিনেমার ‘শুন রাহা হ্যায়’ খ্যাত শিল্পী অঙ্কিত তিওয়ারি। পাশাপাশি আরও থাকছেন বাংলাদেশ থেকে কণ্ঠশিল্পী তাসনিম আনিকা ও ভারতের সানা খান।আগামী ১৯ জুলাই (শুক্রবার) রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটির নবরাত্রী হলে হতে যাচ্ছে জমকালো এই মিউজিক্যাল কনসার্ট। যৌথভাবে এই কনসার্টের আয়োজন করছে এটিএন ইভেন্টস ও সানগ্লো এন্টারটেইনমেন্ট। কনসার্ট উপলক্ষে গতকাল শনিবার দুপুরে বিএফডিসি’র ৮নং ফ্লোরে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে আয়োজনটি নিয়ে বিস্তারিত জানানো হয়।


এতে উপস্থিত ছিলেন এটিএন বাংলার উপদেষ্টা মীর মোতাহার হাসান, এটিএন ইভেন্টস এর ডিরেক্টর মাসুদুর রহমান, সানগ্লো এন্টারটেইনমেন্টের ডিরেক্টর (ইভেন্টস) মির্জা সাজিদ ও হেড অব অপারেশন আনিসুর রহমান।কনসার্টে সিলভার টিকিটের দাম ২ হাজার, গোল্ড টিকিকের দাম ৫ হাজার এবং ভিআইপি টিকিটের দাম রাখা হয়েছে ১৫ হাজার টাকা। ৫ জুলাই থেকে ঢাকার বিভিন্ন রেস্তোঁরাসহ অনলাইনে টিকিট ক্রয়ের সুবিধা রাখা হয়েছে। আগামী ৫ জুলাই থেকে ঢাকা শহরের কয়েকটি রেস্তঁরাসহ অনলাইনেও পাওয়া যাবে এই কনসার্টের টিকেট।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন