News71.com
 Entertaintment
 06 Jun 19, 08:08 PM
 564           
 0
 06 Jun 19, 08:08 PM

বিজেপিতে যোগ দিলেন বেদের মেয়ে জ্যোস্নাখ্যাত চিত্রনায়িকা অঞ্জু ঘোষ॥

বিজেপিতে যোগ দিলেন বেদের মেয়ে জ্যোস্নাখ্যাত চিত্রনায়িকা অঞ্জু ঘোষ॥

বিনোদন ডেস্কঃ গতকাল বুধবার বিকালে গেরুয়া রাজনীতিতে পা রাখলেন ‘বেদের মেয়ে জেস্নাখ্যাত চিত্রনায়িকা অঞ্জু ঘোষ। তবে বিজেপিতে অঞ্জু ঘোষ পা রাখতেই বড়োসড় প্রশ্নচিহ্ন দেখা দেয়। অঞ্জু ঘোষ কি ভারতীয়, নাকি বাংলাদেশি?‘বেদের মেয়ে জ্যোস্না সিনেমায় দুই বাংলায় আলোড়ন ফেলে দেওয়া এই নায়িকার জন্ম, বেড়ে ওঠা ও অভিনয় সবই ছিলো বাংলাদেশে। আসল নাম অঞ্জলি ঘোষ। জন্ম বাংলাদেশের ফরিদপুরে। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে থেকেই বাংলাদেশের বিভিন্ন যাত্রাপালায় অভিনয় করেছেন তিনি। যাত্রাজগত থেকেই চলচ্চিত্র দুনিয়ায় পা রাখেন। গতকাল বুধবার বিকালে সেই অঞ্জু ঘোষ বিজেপিতে নাম লেখাতেই তার নাগরিকত্ব নিয়ে উঠে আসে প্রশ্ন। যদিও পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ জানিয়ে দেন, নাগরিকত্বের বিষয়ে অঞ্জু দেবীই উত্তর দিতে পারবেন। আর অঞ্জু ঘোষ বিষয়টি নিয়ে বিশেষ কিছু বলতে না চাইলেও শুধু বলেন, আমার সবকিছুই ভারতে। ভারতে আমার পিতা মাতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। 

যদিও ১৯৭২ সাল থেকে ১৯৮১ সাল পর্যন্ত একটানা বাংলাদেশের চট্টগ্রামের যাত্রা ও নাটকে অভিনয় করে এসেছেন অঞ্জু ঘোষ। এরপর তিনি চলচ্চিত্র জগতে পা রাখেন। তার অভিনীত বেদের মেয়ে জ্যোস্না ছবির দৌলতেই অঞ্জু ঘোষ দুই বাংলার মানুষের কাছে হয়ে ওঠেন পরিচিত নাম। এই সিনেমাটি বাঙ্গালী সমাজে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। আর এরপরই তিনি হঠাৎ বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসেন। কলকাতার সল্টলেক এলাকায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। সেইসঙ্গে মঞ্চেও অভিনয় করেন। এদিন বেদের মেয়ে জ্যোতস্না খ্যাত অঞ্জু ঘোষ বিজেপিতে নাম লেখালেও তার নায়ক চিরঞ্জিত বর্তমানে পশ্চিমবঙ্গের শাসক দল তৃনমূল কংগ্রেসের বারাসত কেন্দ্রের বিধায়ক। এদিন জ্যোতস্নাকে বিজেপিতে পেয়ে স্বভাবতই খুশি রাজ্য বিজেপি নেতৃত্ব। পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ জানালেন, আসল বেদের মেয়ে জ্যোতস্না এখন আমাদের দলে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন