News71.com
 Entertaintment
 18 May 19, 11:48 AM
 757           
 0
 18 May 19, 11:48 AM

চীনের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে হৃতিক অভিনীত বলিউড সিনেমা ‘কাবিল’॥

চীনের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে হৃতিক অভিনীত বলিউড সিনেমা ‘কাবিল’॥

বিনোদন ডেস্কঃ ২০১৭ সালের জানুয়ারিতে ভারতে মুক্তি পায় হৃতিক রোশন ও ইয়ামি গৌতম অভিনীত কাবিল চলচ্চিত্রটি। সঞ্জয় গুপ্ত পরিচালিত এবং রাকেশ রোশন প্রযোজিত চলচ্চিত্রটি দুই বছর বাদে এ বছর মুক্তি পেতে যাচ্ছে চীনে। আগামী ৫ জুন চীনের দর্শকদের জন্য মুক্তি দেয়া হবে চলচ্চিত্রটি।দুই বছর আগে ভারত ও পাকিস্তানে একই সঙ্গে মুক্তি পায় কাবিল। কিন্তু চীনে হৃতিক ভক্তদের জন্য বড় পর্দায় কাবিল দেখার সুযোগ এসেছে বেশকিছুটা সময় গড়িয়ে। ভক্তদের জন্য এটা সুখবর বটে। তবে বলিউডের জন্য আরো বড় সুখবর হচ্ছে কাবিলই প্রথম চলচ্চিত্র, যা কিনা বিদেশের মাটিতে এত বড় পরিসরে মুক্তি পেতে যাচ্ছে।চীনে মোট ১৫ হাজার স্ক্রিনে দেখানো হবে হৃতিক অভিনীত এ চলচ্চিত্র। বিদেশের মাটিতে একসঙ্গে এত সংখ্যক পর্দায় দেখানো চলচ্চিত্রের হিসাবে প্রথম স্থানটি এখন কাবিলের দখলেই। স্ক্রিন বুকিংয়ের ক্ষেত্রে সুলতান, বাহুবলী টু কিংবা ব্যবসাসফল অন্যান্য চলচ্চিত্রকেও পেছনে ফেলেছে এটি।

কাবিল চলচ্চিত্রে গল্পটি মূলত গড়ে উঠেছে সুপ্রিয়া এবং রোহান নামে এক দম্পতিকে ঘিরে। বেশ সুখেই জীবনযাপন করছিল তারা। কিন্তু একটা সময় রাজনৈতিক সমর্থন থাকা এমন কিছু মানুষ দ্বারা শারীরিক নির্যাতনের শিকার হন সুপ্রিয়া। সে ঘটনা মানতে না পেরে সুপ্রিয়া আত্মহত্যা করেন। সুপ্রিয়ার মৃত্যুর পর রোহান নির্যাতকদের প্রতি প্রতিশোধপরায়ণ হয়ে ওঠে। এভাবে একের পর এক ঘটনায় সাজানো হয়েছে পুরো ছবিটি।২০১৭ সালে কাবিলের সঙ্গে একই সময় মুক্তি পায় শাহরুখ অভিনীত রইস। এ দুই চলচ্চিত্রের মধ্যে লড়াইয়ে জিতে যায় কাবিল। ব্যবসাসফল চলচ্চিত্রের তকমাটি তখন এর গায়েই লাগে। এবার দেখার পালা চীনে ঠিক কতটা ব্যবসাসফল হয়ে উঠতে পারে কাবিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন