entertaintment
 15 May 19, 12:13 PM
 27             0

হলিউড সুপারষ্টার ক্রেইগ আহত হওয়ায় 'জেমস বন্ড' ছবির শুটিং বাতিল॥

হলিউড সুপারষ্টার ক্রেইগ আহত হওয়ায় 'জেমস বন্ড' ছবির শুটিং বাতিল॥

বিনোদন ডেস্কঃ ড্যানিয়েল ক্রেইগ আহত হওয়ায় হলিউডের আলোচিত ছবি 'জেমস বন্ড' ছবির শুটিং বাতিল করা হয়েছে। জ্যামাইকাতে ছবিটির শুটিং চলছিল। দ্রুতবেগে দৌড়াতে গিয়ে গোড়ালিতে ব্যথা পান ক্রেইগ। এক্স রে করানোর জন্য তাকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়েছে।চলতি সপ্তাহের শেষে লন্ডনের বিখ্যাত পাইনউড স্টুডিওতে ছবির শুটিং হওয়ার কথা ছিল যা বাতিল করা হয়েছে। ফের কবে শুটিং শুরু হবে তা এখনো জানানো হয়নি।ছবির প্রায় সব স্ট্যান্ড নিজেই করেন ক্রেইগ। এর আগে ২০০৫ সালে 'ক্যাসিনো রয়্যাল' ছবির শুটিং করার সময় দুর্ঘটনাবশত দুইটি দাঁত হারান তিনি। ২০০৮ সালে 'কোয়ান্টাম অব সোলাস' ছবির শুটিংয়ের মাংসপেশীতে আঘাত পান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')