News71.com
 Entertaintment
 25 Apr 19, 01:28 PM
 652           
 0
 25 Apr 19, 01:28 PM

মস্কোতে পুরস্কার জিতল ফারুকীর ছবি ‘শনিবার বিকেল’

মস্কোতে পুরস্কার জিতল ফারুকীর ছবি ‘শনিবার বিকেল’

বিনোদন ডেস্ক: মস্কোতে দুটি ইন্ডিপেনডেন্ট জুরি পুরস্কার পেয়েছে ‘শনিবার বিকেল’ ছবিটি। এর মধ্যে একটি হলো রাশান ফেডারেশন অব ফিল্ম ক্রিটিকস জুরি পুরস্কার আর অন্যটি কমেরসান্ত পুরস্কার। আজ বৃহস্পতিবার দুপুরে মস্কো থেকে খবরটি জানিয়েছেন মোস্তফা সরয়ার ফারুকী। হোয়াটসঅ্যাপে তিনি বলেন, ‘আমরা খুব আনন্দিত। প্রদর্শনী শেষে যখন বাইরের গেটে দাঁড়িয়েছিলাম, দর্শক দলে দলে বের হচ্ছিল, আমাদের ঘিরে এক জায়গায় অনেকক্ষণ দাঁড়িয়েছিল। তালি দিচ্ছিল। বুকে হাত দিয়ে তাঁরা বোঝানোর চেষ্টা করছিল, ছবিটি তাঁদের স্পর্শ করেছে। এ দৃশ্য প্রদর্শনী শেষে আমাদের জন্য সুন্দর একটা মুহূর্ত ছিল। এটাও ভালো লাগছে যে দর্শকের পাশাপাশি সমালোচকেরা আমাদের ছবিটিকে গুরুত্বপূর্ণ মনে করেছে। দুটি পুরস্কার দিয়েছে। আমরা খুব খুশি, কৃতজ্ঞ, আনন্দিত।

‘শনিবার বিকেল’ ছবির অন্যতম অভিনয়শিল্পী তিশা বলেন, ‘অনেক বাধা পেরিয়ে মস্কো চলচ্চিত্র উৎসবে আমাদের সিনেমা প্রদর্শিত হয়েছে। এটি ছিল “শনিবারের বিকেল” ছবির প্রথম প্রদর্শনী। ছবিটি দেখে অনেকের চোখ ভিজে যায়। এই অনুভূতি খু্ব ভালো লেগেছে। দর্শকের ভালোবাসা অর্জনের পাশাপাশি বিদেশের মাটিতে পুরস্কার অর্জন করা, বাংলাদেশের নাম উচ্চারণ হওয়া চমৎকার অনুভূতি। এই সিনেমা নিয়ে আমাদের আশা আকাঙ্ক্ষা অনেক বেশি। আমরা অনেক দূর যেতে চাই। রাশিয়া দিয়ে সবেমাত্র শুরু।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন