entertaintment
 15 Apr 19, 05:16 AM
 34             0

হাসপাতালে জনপ্রিয় কন্ঠশিল্পী সুবীর নন্দী॥

হাসপাতালে জনপ্রিয় কন্ঠশিল্পী সুবীর নন্দী॥

বিনোদন ডেস্কঃ হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর সিএমএইচে ভর্তি হয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সুবীর নন্দী। গত রবিবার রাত ১১টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানিয়েছে সুবীর নন্দীর পরিবার। খোঁজ নিয়ে জানা যায়, পরিবারসহ সিলেট থেকে ফিরছিলেন সুবীর নন্দী। উত্তরার কাছাকাছি আসতেই হঠাৎ তার শারীরিক অবস্থা খুব খারাপ হয়ে যায়। বাধ্য হয়ে তাকে ট্রেন থেকে নামিয়ে অ্যাম্বুলেন্সে করে সিএমএইচে নেয়া হয় এই শিল্পীকে।

সুবীর নন্দীর পরিবার জানায়, দীর্ঘদিন ধরেই কিডনির অসুখে ভুগছেন সুবীর নন্দী। ঢাকার ল্যাব এইডে নিয়মিতই ডায়ালাইসিস করান তিনি। কিন্তু উত্তরা থেকে ল্যাব এইড যেতে অনেক সময় লাগবে, এজন্য অবস্থা বেগতিক দেখে সিএমএইচে তাকে ভর্তি করানো হয়। এই মুহূর্তে সুবীর নন্দীর চিকিৎসা চলছে। ভাল আছেন তিনি। তাকে অক্সিজেন দেয়া হচ্ছে। কিছু পরীক্ষাও করা হয়েছে। অবস্থা বুঝে কাল বা পরশু সুবীর নন্দীকে ল্যাব এইডে স্থানান্তর করা হতে পারে বলে জানিয়েছে তার পরিবার। এদিকে হঠাৎ অসুস্থ হয়ে সিএমএইচে সুবীর নন্দীর ভর্তি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নাট্য নির্মাতা চয়নিকা চৌধুরী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')