News71.com
 Entertaintment
 16 Mar 19, 05:48 AM
 736           
 0
 16 Mar 19, 05:48 AM

শুধু ভারত নয় কেজিএফ ২ সিনেমায় কাঁপবে গোটা দুনিয়া॥

শুধু ভারত নয় কেজিএফ ২ সিনেমায় কাঁপবে গোটা দুনিয়া॥

বিনোদন ডেস্ক: গেল বছরের শেষের দিকে মুক্তি পায় কন্নড় সিনেমা ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় বাজেটের ছবি ‘কেজিএফ-১’। মুক্তির পর থেকে ভারতসহ বিশ্বে ব্যাপক সাড়া ফেলে ‘কেজিএফ: ১’। এ কারণেই ‘চ্যাপ্টার ২’ তৈরিতে আর দেরি করলেন না প্রযোজক ও পরিচালক। ‘কেজিএফ টু’-এর পুরো দল মন্দিরে পূজা দিয়ে মহরতের মধ্য দিয়ে ছবিটির শুটিং শুরু করে। ছবি সংশ্লিষ্ট একজন বলেছেন, ছবিটি শুধু ভারত নয় বিশ্বও কাঁপাবে। কাটাপ্পার হাতে বাহুবলীকে হত্যার মধ্য দিয়ে শেষ হয় ‘বাহুবলী’। এরপর পরিচালক এস এস রাজামৌলী ‘বাহুবলী ২’–এর শুটিং শেষে ছবি মুক্তি পর্যন্ত দর্শকের মধ্যে প্রশ্ন ছিল, ‘কাটাপ্পা কেন বাহুবলীকে মারলেন?’ এর উত্তর দ্বিতীয় পার্টে মিলেছে। গ্যাংস্টারদের নিয়ে কন্নড় ভাষার ছবি ‘কেজিএফ ১’–এ ছবির নায়কের হাতে ভিলেনের মৃত্যুর পরও রয়েছে দর্শকদের তেমনই প্রশ্ন, কেজিএফ: চ্যাপ্টার ২–এ আসলে কী ঘটতে যাচ্ছে।টুইটারইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, সুপার স্টার যশের অভিনয় এবং কেজিএফ: চ্যাপ্টার ১–এর সাফল্য কন্নড ছবিকে ভারতে লাইমলাইটে নিয়ে আসে। ছবিটি বক্স অফিসে ব্যাপক সাফল্য পায়। কেজিএফ মুক্তি পাওয়ার প্রায় একই সময়ে বলিউড় কিং শাহরুখ খানের জিরো ছবিটি মুক্তি পায়। কেজিএফ: ১ সুপার ডুপারহিট হলেও মুখথুবড়ে পড়ে ক্যাটরিনা কাইফ, আনুশকা শর্মা ও শাহরুখের জিরো। যশ অভিনীত বহুল আলোচিত সিনেমা কেজিএফ। গত বছরের ডিসেম্বরে মুক্তি পায় সিনেমাটির প্রথম পার্ট বা চ্যাপ্টার ওয়ান। ছবিতে দুর্দান্ত অভিনয় দিয়ে পুরো ভারত মাতিয়েছেন যশ। বক্স অফিসেও গড়েছে ইতিহাস। এবার শুরু হলো ছবির দ্বিতীয় পার্ট। সম্প্রতি কেজিএফ: চ্যাপ্টার টুর শুটিং শুরু হয়েছে। কোলার গোল্ড ফিল্ড বা কেজিএফ ছবিতে যশের নাম রকি। গ্যাংস্টারদের নিয়ে গল্পের ছবি কেজিএফ।টুইটারে সিনেমা বিশ্লেষক তরণ আদর্শ লিখেছেন, কেজিএফ চ্যাপ্টার ওয়ান অনেক প্রশংসা পেয়েছে। বক্স অফিসেও বেশ সাড়া ফেলেছে। এবার চ্যাপ্টার টুর পালা। ১২ মার্চ বেঙ্গালুরুতে যশ অভিনীত কেজিএফ: চ্যাপ্টার টুর শুটিং শুরু হয়েছে।

গত বছরের ২১ ডিসেম্বর মুক্তি পায় কেজিএফ: চ্যাপ্টার ওয়ান। ভারতে ২ হাজার ৪৬০টি বড়পর্দায় মুক্তি পায় ছবিটি। এর মধ্যে ১ হাজার ৫০০ পর্দায় হিন্দিতে, ৪০০ পর্দায় কন্নড় ভাষায়, তেলেগু ভাষায় ৪০০ পর্দায়, তামিল ভাষায় ১০০ পর্দায় এবং ৬০ পর্দায় মালায়ালাম ভাষায় সিনেমাটি মুক্তি পায়। প্রথম দিন থেকেই দর্শক-সমালোচকের প্রশংসা পায় ছবিটি। বিশ্বব্যাপী প্রায় ৩০০ কোটি রুপির ওপর আয় করেছে সিনেমাটি। এর মধ্যে শুধু হিন্দি সংস্করণে সিনেমাটির আয় ৪০ কোটি রুপির বেশি। এ ছাড়া ‘কেজিএফ’ এর মধ্য দিয়েই প্রথমবারের মতো কোনো কন্নড় চলচ্চিত্র বিশ্বব্যাপী বক্স অফিস সংগ্রহে ২০০ কোটির ক্লাবে প্রবেশের গৌরব অর্জন করেছে। ছবিটি নির্মাণে ব্যয় হয় মাত্র ৮০ কোটি রুপি।যশ ছাড়াও ছবিটিতে আরও অভিনয় করেছেন শ্রীনিধি শেঠি, অনন্ত নাগ, অচ্যূত কুমার প্রমুখ। এরই মধ্য গণমাধ্যমের খবরে প্রকাশ কেজিএফ: চ্যাপ্টার টুতে অভিনয় করবেন ‘খলনায়ক’ খ্যাত অভিনেতা সঞ্জয় দত্ত ও রাবিনা ট্যান্ডন। এখানেও হয়তো খল চরিত্রে দেখা যাবে সঞ্চুকে। ছবির মূল অভিনেতা যশ ভারতের সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমরা তাঁকে (সঞ্জয় দত্ত) কেজিএফ-চ্যাপ্টার ওয়ান সিনেমার জন্য প্রস্তাব দিয়েছিলাম। সম্ভবত শিডিউল ছিল না এ জন্য তিনি তা গ্রহণ করেননি। কিন্তু হ্যাঁ, আমরা তাঁকে কেজিএফ টুতে পাচ্ছি।’ছবির প্রযোজক বিজয় কিরাগান্দুর সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, কেজিএফ: ২ শুধু ভারত নয়, পুরো বিশ্ব কাঁপাবে।‘রকিং স্টার’ খ্যাত কন্নড় চলচ্চিত্র অভিনেতা যশ সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, প্রথম সিনেমার তুলনায় আরও বড় পরিসরে তৈরি হবে কেজিএফ-চ্যাপ্টার টু। চলতি বছরের শেষে অথবা আগামী বছরের শুরুতে এটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন নির্মাতারা।টুইটারে যশ ছবির সম্পর্কে লিখেছেন, ‘কেজিএফ: ২ ছবির ইতিহাসে ডাবল ধামাকা তৈরি করবে।’ এ জন্য দর্শকের ভালোবাসা চান যশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন