News71.com
 Entertaintment
 25 Feb 19, 05:53 AM
 725           
 0
 25 Feb 19, 05:53 AM

অস্কারের ৯১তম আসরের পর্দা উঠল।।সেরা অভিনেতা রামি মালেক-অভিনেত্রী কোলম্যান    

অস্কারের ৯১তম আসরের পর্দা উঠল।।সেরা অভিনেতা রামি মালেক-অভিনেত্রী কোলম্যান      

বিনোদন ডেস্কঃ বিশ্ব সিনেমা অঙ্গনের সবচেয়ে সম্মানজনক পুরস্কার অস্কার। বাংলাদেশ সময় সোমবার সকাল ৭টায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে ৯১তম একাডেমি অ্যাওয়ার্ডের চূড়ান্ত আসরের উদ্বোধন হয়। বিশ্ব সিনেমার বড় তারকাদের অন্যতম ইচ্ছে অস্কার অ্যাওয়ার্ডটি ছুঁয়ে দেখা ও ডলবি হলে বসে অনুষ্ঠানটির সাক্ষী হয়ে থাকা। অস্কার কর্তৃপক্ষও বিশ্বখ্যাত তারকাদের জন্য রাখেন চমকপ্রদ সব ব্যবস্থা। আর এতে খরচ আকাশচুম্বি। ৪৪ মিলিয়ন ডলার খরচ করা হচ্ছে এবারের আসরে। ২৪ ক্যারেট গোল্ডের প্রতিটি অস্কার অ্যাওয়ার্ড তৈরিতে খরচ হয় ৪০০ ডলার। লাল গালিচা তৈরির খরচ ২৪,৭০০ ডলার। যার আয়তন ১৬,৫০০ বর্গফুট। সরাসরি সম্প্রচারের মধ্যে ৩০ সেকেন্ডের বিজ্ঞাপনের জন্য ২.৬ মিলিয়ন ডলার খরচ করতে হয়। ভ্যানিটি ফেয়ার পার্টিতে অংশ নিতে ১,০৩,২২০ ডলার একটি জুটির খরচ হয়। অস্কারের অনুষ্ঠানে যে উপহারের ব্যাগ দেওয়া হয় সেটাতে ১,৫০,০০০ ডলার মূল্যের উপহার থাকে। অস্কারের ইতিহাসে সবচাইতে দামি পোশাকের দাম ১৮.১ মিলিয়ন ডলার। পোশাকটি পরেছিলেন কেট ব্ল্যানচেট।


একঝলকে দেখে নিন এবারের অস্কারের বিজয়ী তালিকাঃ-

সেরা ছবি: গ্রিন বুক

সেরা অভিনেত্রী: অলিভিয়া কোলম্যান (দ্য ফেভারিট)

সেরা অভিনেতা: রামি মালেক (বোহেমিয়ান র্যাভপসোডি)

সেরা পার্শ্ব অভিনেত্রী: রেজিনা কিং (ইফ বিয়েল স্ট্রিট কুড টক)

সেরা পার্শ্ব অভিনেতা: মাহারশালা আলি (গ্রিন বুক)

চলচ্চিত্র পরিচালক: আলফনসো কুয়ারন (রোমা)

মৌলিক চিত্রনাট্য: গ্রিন বুক (নিক ভ্যালেলঙ্গা, ব্রায়ান কারি ও পিটার ফ্যারেলি)

অ্যাডাপ্টেড চিত্রনাট্য: ব্ল্যাকক্ল্যান্সম্যান (চার্লি ওয়াচটেল, ডেভিড র্যা্বিনউইৎজ, কেভিন উইলমট ও স্পাইক লি)

বিদেশি ভাষার চলচ্চিত্র: রোমা (মেক্সিকো)

অ্যানিমেটেড ছবি: স্পাইডার-ম্যান: ইনটু দ্য স্পাইডার-ভার্স

স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড ছবি: বাও (ডমি শি)

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: স্কিন (গাই নেটিভ)

প্রামাণ্যচিত্র: ফ্রি সলো (এলিজাবেথ চাই ও জিমি চিন)

স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র: পিরিয়ড. এন্ড অব সেনটেন্স

চিত্রগ্রাহক: আলফনসো কুয়ারন (রোমা)

ভিজ্যুয়াল ইফেক্টস: ফার্স্ট ম্যান (পল ল্যাম্বার্ট, আয়ান হান্টার, ট্রাইস্টান মাইলস ও জে.ডি. শোয়াম ডাবল-ড্যাগার)

মৌলিক সুর সংযোজন: ব্ল্যাক প্যান্থার (লুডউইগ গোরানসন)

মৌলিক গান: শ্যালো (অ্যা স্টার ইজ বর্ন)

সম্পাদনা: বোহেমিয়ান র্যাকপসোডি (জন ওটম্যান)

শিল্প নির্দেশনা: ব্ল্যাক প্যান্থার (হানা বিচলার ও জে হার্ট)

শব্দ সম্পাদনা: বোহেমিয়ান র্যাযপসোডি (জন ওয়ারহার্স্ট ও নিনা হার্টস্টোন)

শব্দমিশ্রণ: বোহেমিয়ান র্যাযপসোডি (পল ম্যাসি, টিম ক্যাভাজিন ও জন ক্যাসালি)

পোশাক পরিকল্পনা: ব্ল্যাক প্যান্থার (রুথ ই. কার্টার)

রূপসজ্জা ও চুলসজ্জা: ভাইস (গ্রেগ ক্যানম, কেট বিসকো ও প্যাট্রিসিয়া ডিহানি)

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন