News71.com
 Entertaintment
 24 Feb 19, 11:37 AM
 765           
 0
 24 Feb 19, 11:37 AM

ভুতের ভয়ের অজুহাত দিয়ে সিনেমা নিষিদ্ধ করল কলকাতার প্রশাসন॥তারকাদের ক্ষোভ

ভুতের ভয়ের অজুহাত দিয়ে সিনেমা নিষিদ্ধ করল কলকাতার প্রশাসন॥তারকাদের ক্ষোভ

বিনোদন ডেস্কঃ মুক্তির আগেই ছবিটি ছিলো আলোচনায়। তারকাবহুল সিনেমা। আছে কমেডি, আছে প্রেম ও অ্যাকশান। গৎবাধা নির্মাণের বাইরে গিয়ে ছবিটি তৈরি করেছেন অনীক দত্ত। কিন্তু ছবিটির প্রদর্শনী বন্ধ করে দেয়া হলো সাতপাঁচ অজুহাত দেখিয়ে। গেল ১৫ ফেব্রুয়ারি মুক্তি পায় অনীক দত্তর নতুন সিনেমা ভবিষ্যতের ভূত। কিন্তু গতকাল শনিবারই কলকাতার সব মাল্টিপ্লেক্স, সিঙ্গল স্ক্রিন হলে বন্ধ করে দেওয়া হয় এই সিনেমার প্রদর্শনী। কারণ হিসেবে হল কর্তৃপক্ষ জানিয়েছে উপরের নির্দেশ। কোথাও আবার বলা হয়েছে হলের যান্ত্রিক ত্রুটি। তবে রাজ্যের অন্যসব সিনেমা হলে রমরমা চলেছে ছবিটি। হঠাৎ করে বিনা নোটিশে ছবিটির প্রদর্শন বন্ধ করে দেয়ায় ফুঁসে উঠছে টালিগঞ্জের তারকারা। ইতিমধ্যেই সিনেমা বন্ধ হয়ে যাওয়ার বিরুদ্ধে মুখ খুলেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, অনিকেত চট্টোপাধ্যায়, অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। সিনেমা বন্ধ করা নিয়ে সমালোচনা করেছেন ভবিষ্যতের ভূতের অভিনেতা কৌশিক সেন, অভিনেত্রী চান্দ্রেয়ী ঘোষ।

জানা গেছে, মূলত রাজনৈতিক কারণেই ছবিটি নামিয়ে দেয়া হয়েছে হল থেকে। এই সিনেমায় সাম্প্রতিক রাজনীতির বেশ কিছু প্রাসঙ্গিক মুহূর্ত থাকাতেই এই সিনেমা চলতে দেওয়া হচ্ছে না। বেশ কিছু দৃশ্য রয়েছে, যেখানে রাজ্যের বর্তমান শাসকদলের কাছে অস্বস্তিকর হতে পারে এমন বিষয় তুলে ধরা হয়েছে। পরিচালক অনীক দত্তও বলছেন, ভূতে ভয় পেয়েছে প্রশাসন। তাই ছবিটি চলতে দেয়া হচ্ছে না। অনীক দত্ত জানিয়েছেন, রিলিজের কিছুদিন আগে প্রযোজকের কাছে ছবির বিষয় সম্পর্কে জানতে চায় পুলিশ। সে সময় পুলিশকে জানানো হয়, এই ছবি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। অতএব ছবির বিষয়ে আপত্তিজনক কিছুই নেই। কিন্তু এরপর আচমকাই শনিবার শহরের বেশ অনেকগুলো হলেই বন্ধ করে দেওয়া হয়েছে ছবির প্রদর্শন। ২০১৮ -র কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে একটি আলোচনাচক্রে যোগ দিয়ে এমন কিছু মন্তব্য করেন পরিচালক অনীক দত্ত, যা নিয়ে বিতর্ক দানা বাঁধে। এর প্রভাবেও তাঁর সিনেমা প্রদর্শন বন্ধের নির্দেশ জারি হতে পারে বলে অনেকে মনে করছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন