News71.com
 Entertaintment
 18 Dec 17, 04:56 AM
 889           
 0
 18 Dec 17, 04:56 AM

ঢাকায় আজ থেকে উচ্চাঙ্গসংগীত উৎসবের নিবন্ধন শুরু।।

ঢাকায় আজ থেকে উচ্চাঙ্গসংগীত উৎসবের নিবন্ধন শুরু।।

বিনোদন ডেস্কঃ রাজধানীর আবাহনী মাঠে আগামী ২৬ ডিসেম্বর শুরু হচ্ছে 'বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব'। বিনামূল্যে নিবন্ধনের মাধ্যমে এ আয়োজন উপভোগ করা যাবে। আজ সোমবার শুরু হয়েছে সেই আনুষ্ঠানিকতা। ফাউন্ডেশন সূত্রে জানা গেছে,বেঙ্গল ফাউন্ডেশনের ওয়েবসাইটে (http://bengalclassicalmusicfest.com/) গিয়ে বিনা মূল্যে নিবন্ধন করা যাবে এই উৎসবের। নিবন্ধন করতে জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্ট নম্বর,মোবাইল নম্বর ও ই-মেইল আইডির প্রয়োজন পড়বে।

এ ছাড়া প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে গিয়ে ধানমণ্ডি ৭/১-এর ১০ নম্বর বাড়িতে জ্ঞানতাপস আব্দুর রাজ্জাক বিদ্যাপীঠে সরাসরি নিবন্ধন করা যাবে।অনুষ্ঠানস্থলে নিবন্ধনের কোনো সুযোগ থাকবে না। জানা গেছে,পাঁচ দিনব্যাপী এ উৎসবের পর্দা নামবে আগামী ৩০ ডিসেম্বর (শনিবার)। প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে শুরু হবে উৎসবের আনুষ্ঠানিকতা। চলবে পরদিন ভোর ৫টা পর্যন্ত। প্রতিদিন রাত ১২টায় গেট বন্ধ হয়ে যাবে। উৎসবের প্রতি রাতে গড়ে আটটি করে পরিবেশনা থাকবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন