News71.com
 Entertaintment
 10 Dec 17, 05:10 AM
 835           
 0
 10 Dec 17, 05:10 AM

জানুয়ারিতে ঢাকায় বসছে ১৬তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।  

জানুয়ারিতে ঢাকায় বসছে ১৬তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।   

বিনোদন ডেস্কঃ জানুয়ারিতে ঢাকায় বসছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হচ্ছে।ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ১৬তম আসর শুরু হবে ১২ জানুয়ারি। চলবে ২০ জানুয়ারি পর্যন্ত। গত বছরের মতো এবারও উৎসবের স্লোগান নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ।এবার উৎসবে ৬০টি দেশের দুই শতাধিক চলচ্চিত্র প্রদর্শিত হবে।উৎসবের মূল কেন্দ্র কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তন।এর পাশাপাশি জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তন ও প্রধান মিলনায়তন, আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন, রুশ সংস্কৃতি কেন্দ্র এবং স্টার সিনেপ্লেক্সে উত্সবের চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে।

এবার উৎসবের ৬০টির দেশের দুই শতাধিক চলচ্চিত্র প্রদর্শিত হবে। ইতিমধ্যেই ভারত, নেপাল, ভুটান, চীন, ফিলিপাইন, ইতালি, ইয়েমেন, ইরান, গ্রিস, আফগানিস্তান, কাজাখস্তান, ফ্রান্স, লেবানন, তুরস্ক, সিরিয়া, কাতার, মঙ্গোলিয়া, স্পেন, আর্জেন্টিনা, বেলজিয়াম, নরওয়ে, দক্ষিণ কোরিয়া, জার্মানি, সুইজারল্যান্ড, ডেনমার্ক, অস্ট্রেলিয়া, হাঙ্গেরি, পোল্যান্ড, বুলগেরিয়া, রাশিয়া, চেক রিপাবলিক, যুক্তরাষ্ট্র ও জর্দানের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। উৎসবে বাংলাদেশের ১০টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রসহ ২০টির বেশি চলচ্চিত্র প্রদর্শিত হবে। উৎসবে ৮টি বিভাগে চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে। বিভাগগুলো হলো এশিয়ান প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, বাংলাদেশ প্যানারোমা, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, চিলড্রেনস ফিল্ম, স্পিরিচুয়াল ফিল্মস, শর্ট অ্যান্ড ইনডিপেনডেন্ট ফিল্ম এবং উইমেন্স ফিল্ম মেকারস সেকশন। এ ছাড়া আগামী ১৩ ও ১৪ জানুয়ারি উৎসবের অংশ হিসেবে চলচ্চিত্রে নারীর ভূমিকাবিষয়ক চতুর্থ আন্তর্জাতিক উইমেন ফিল্ম মেকারস কনফারেন্স আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন