News71.com
 Entertaintment
 30 Jul 17, 02:26 AM
 875           
 0
 30 Jul 17, 02:26 AM

কলকাতায় ‘সেরা বাঙালি’ পুরস্কার পেলেন বাংলাদেশের মাশরাফি ও জয়া

কলকাতায় ‘সেরা বাঙালি’ পুরস্কার পেলেন বাংলাদেশের মাশরাফি ও জয়া

নিউজ ডেস্কঃ দুজনেই নিজের নিজের জগতের দিকপাল। ক্রিকেটে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে সম্মানজনক সেরা বাঙালি পুরস্কারে ভূষিত করলো। আরেকজন জয়া আহসান। বাংলাদেশের নামকরা অভিনেত্রী। আর সেরার সেরা হয়েছেন চিরতরুণ অভিনেতা, সকলের প্রিয় সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁর হাতে পুরস্কার তুলে দিলেন কবি শঙ্খ ঘোষ। ক্রিকেটার মাশরাফির কথা কে না জানেন। শুধু বাংলাদেশ নয়, তাঁর খেলার ভক্ত এপার বাংলা মানে পশ্চিমবঙ্গের জনতাও। মাঠে তিনি নামলেই ঝড় ওঠে বাঙালির মনে। কলকাতার দ্য গ্র্যান্ড ওয়েবয় হোটেলে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে জয়ার হাতে পুরস্কার তুলে দেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আর মাশরাফির হাতে সেরা বাঙালির পুরস্কার তুলে দেন ভারতের নারী ক্রিকেট দলের নিয়মিত সদস্য পশ্চিমবঙ্গের মেয়ে ঝুলন গাঙ্গুলি। ইতিপুর্বে ভারতীয় বাঙালিদের মধ্যে এ পুরস্কারে ভূষিত হন সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলী, তারকা ক্রিকেটার মনোজ তিওয়ারি, নারী ক্রিকেটার ঝুলন গোস্বামী, নোবেলজয়ী বাংলাদেশের ড. মুহাম্মদ ইউনূস, অভিনেতা মিঠুন চক্রবর্তী ও নোবেলজয়ী অপর ভারতীয় অর্থনীতিবিদ ভারতের অমর্ত্য সেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন