News71.com
 Entertaintment
 03 Jun 17, 10:49 AM
 775           
 0
 03 Jun 17, 10:49 AM

৯ জুন থেকে পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে শুরু হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র উৎসব।।

৯ জুন থেকে পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে শুরু হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র উৎসব।।

বিনোদন ডেস্কঃ পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে ৯ জুন থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। শিলিগুড়ি সিনে সোসাইটির ব্যবস্থাপনায় আয়োজনটি করেছে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব ইন্ডিয়া- এফএফএসআই (ইআর)। উৎসবে বাংলাদেশে মোট ৫টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। এগুলো হলো রুবাইয়াত হোসেনের আন্ডার কনস্ট্রাকশন (৯ জুন), মোরশেদুল ইসলাম পরিচালিত অনিল বাগচীর একদিন'ও নূরুল আলম আতিকের 'ডুবসাঁতার'(১০ জুন), আবু শাহেদ ইমনের 'জালালের গল্প' ও আহসান কবির লিটনের 'প্রত্যাবর্তন (১১ জুন)।

কলকাতায় গত ১৪ এপ্রিল বিধাননগর ফিল্ম সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। উৎসবে 'অনিল বাগচীর একদিন'প্রত্যাবর্তন'ও তাসমিয়াহ আফরিন মৌর 'কবি স্বামীর মৃত্যুর পর আমার জবানবন্দি'আবু সাইয়ীদ পরিচালিত 'কীত্তনখোলা'ও জালালের গল্প'মোরশেদুল ইসলামের আমার বন্ধু রাশেদ'খন্দকার সুমনের 'পৌনঃপুনিক'ও 'ডুবসাঁতার' ছবিগুলো দেখানো হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন