News71.com
 Entertaintment
 20 May 17, 11:09 AM
 822           
 0
 20 May 17, 11:09 AM

যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননায় ভূষিত হচ্ছেন বাংলাদেশের কিংবদন্তি সংঙ্গীত শিল্পী রুনা লায়লা।।  

যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননায় ভূষিত হচ্ছেন বাংলাদেশের কিংবদন্তি সংঙ্গীত শিল্পী রুনা লায়লা।।   

বিনোদন ডেস্কঃ যুক্তরাষ্ট্রভিত্তিক শিক্ষা সংগঠন আগামী বারিনো ইনস্টিটিউট বাংলাদেশের কিংবদন্তি সংঙ্গীত শিল্পী রুনা লায়লাকে আজীবন সম্মাননায় ভূষিত করতে যাচ্ছে। আগামী ২৫ মে নিউইয়র্কের ইউনাইটেড নেশনস প্লাজায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ইন্সপায়ারিং ওমেন ক্রিয়েটিভিটি অ্যান্ড ইন্টারপ্রেনশিপ ইন দ্য গ্লোবাল ইকোসিস্টেম শীর্ষক একটি অনুষ্ঠান। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ পেয়েছেন রুনা লায়লা।

রুনা লায়লা জানিয়েছেন,এ সংক্রান্ত একটি চিঠি তিনি সম্প্রতি পেয়েছেন। তিনি বলেন,বাংলাদেশ তথা সারা বিশ্বে সংগীত,শিল্পকলায় বিশেষ করে সৃজনশীলতায় নারী উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন করার জন্য তারা আমাকে আজীবন সম্মাননায় জানাতে আগ্রহী হয়েছে। এটি আমার জন্য অনেক আনন্দ ও সম্মানের। আয়োজকদের জন্য শুভকামনা।

বর্তমানে রুনা লায়লা যুক্তরাস্ট্রের শিকাগোতে অবস্থান করছেন। সেখান থেকেই এ সম্মাননা গ্রহন করতে নিউইয়র্কে যাবেন বলে জানান তিনি রুনা লায়লা এ পর্যন্ত ছয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। এছাড়াও ভারত ও পাকিস্তানসহ সারাবিশ্বে গুরুত্বপূর্ণ বেশকিছু সম্মাননায়ও ভূষিত হয়েছেন এ শিল্পী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন