News71.com
 Entertaintment
 19 May 17, 10:17 AM
 725           
 0
 19 May 17, 10:17 AM

আজীবন সম্মাননা পাচ্ছেন অভিনেত্রী শাবানা ও সংগীতশিল্পী ফেরদৌসি রহমান।।

আজীবন সম্মাননা পাচ্ছেন অভিনেত্রী শাবানা ও সংগীতশিল্পী ফেরদৌসি রহমান।।

বিনোদন ডেস্কঃ জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৫’আসরে আজীবন সম্মাননা যুগ্মভাবে পাচ্ছেন অভিনেত্রী শাবানা ও সংগীতশিল্পী ফেরদৌসি রহমান। সরকার ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৫’ঘোষণা করেছে। যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেতা নির্বাচিত হয়েছেন শাকিব খান ও মাহফুজ আহমেদ। আরো ভালোবাসবো তোমায়’ চলচ্চিত্রের জন্য শাকিব খানকে ও জিরো ডিগ্রি'চলচ্চিত্রের জন্য মাহফুজ আহমেদকে নির্বাচিত করা হয়েছে। একই সাথে‘জিরো ডিগ্রি’ চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে জয়া আহসান নির্বাচিত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার এক তথ্য বিবরণীতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়েছে। চলচ্চিত্র শিল্পে গৌরবোজ্জল ও অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে ২৫টি ক্ষেত্রে বিশিষ্ট শিল্পী ও কলাকুশলী এবার জাতীয় চলচ্চিত্রের জন্য মনোনীত হয়েছেন।

২০১৫ সালের পুরস্কারের জন্য সুপারিশকৃত ব্যক্তি বা চলচ্চিত্রের নামগুলো হলো- আজীবন সম্মাননা যুগ্মভাবে- শাবানা ও ফেরদৌসি রহমান;শ্রেষ্ঠ চলচ্চিত্র : যুগ্মভাবে- বাপজানের বায়োস্কোপ (পরিচালক- মো. রিয়াজুল মওলা রিজু) ও অনিল বাগচীর একদিন (পরিচালক-মোরশেদুল ইসলাম);শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র : একাত্তরের গণহত্যা ও বধ্যভূমি (চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর);শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক : যুগ্মভাবে- মো. রিয়াজুল মওলা রিজু (চলচ্চিত্র-বাপজানের বায়োস্কোপ) ও মোরশেদুল ইসলাম (চলচ্চিত্র-অনিল বাগচীর একদিন)।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন