News71.com
 Entertaintment
 12 May 17, 12:34 PM
 664           
 0
 12 May 17, 12:34 PM

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ফল স্থগিত ঘোষণা করেছেন আদালত।।  

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ফল স্থগিত ঘোষণা করেছেন আদালত।।   

বিনোদন ডেস্কঃ চলচ্চিত্র শিল্পীদের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ফলাফল স্থগিত করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার সিনিয়র সহকারী জজ দ্বিতীয় আদালত নির্বাচনের ফলের ওপর এই স্থগিতাদেশ প্রদান করেন। আদালত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন কমিটির কাছে ক্ষমতা হস্তান্তর না করার জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আদালত থেকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন কমিশনের চেয়ারম্যান মনতাজুর রহমান আকবর, আপিল বোর্ডের চেয়ারম্যান নাসির উদ্দিন দিলু, শিল্পী সমিতির সভাপতি শাকিব খান এবং বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থার (এফডিসি) ব্যবস্থাপনা পরিচালককে এই নির্দেশনা পাঠানো হয়েছে। এতে নবনির্বাচিতদের নিয়ে পূর্বনির্ধারিত আজ শুক্রবারের শপথ অনুষ্ঠান হচ্ছে না বলে নিশ্চিত হওয়া গেছে। গত শুক্রবার অনুষ্ঠিত এ নির্বাচনে মিশা সওদাগর সভাপতি ও জায়দে খান সম্পাদক নির্বাচিত হয়েছেন। তবে ফলাফল নিয়ে আপত্তি জানিয়েছেন অন্য একাধিক প্রার্থী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন