News71.com
 Entertaintment
 16 Oct 16, 06:26 PM
 677           
 0
 16 Oct 16, 06:26 PM

পাকিস্তানি শিল্পীদের দোষ দেওয়ার মানে হয় না ।। প্রিয়াঙ্কা চোপড়া

পাকিস্তানি শিল্পীদের দোষ দেওয়ার মানে হয় না ।। প্রিয়াঙ্কা চোপড়া

নিউজ ডেস্ক : উরি হামলার পর থেকে ভারত-পাকিস্তান সম্পর্কের ক্ষেত্রে টানাপোড়ন বেড়েছে। বাদ পড়েনি পাকিস্তানি অভিনেতা-অভেনেত্রীদের প্রতি দোষারোপের ব্যাপারটিও। যা মোটেই ভাল লাগেনি হলিউড সুপারস্টার প্রিয়াঙ্কা চোপড়ার। সম্প্রতি প্রিয়াঙ্কা চোপড়া নিউইয়র্ক থেকে জানালেন, আমি দেশকে প্রচণ্ড ভালবাসি। কিন্তু এটাও জানিয়ে দিলেন যে, সিনেমায় কোন দেশের অভিনেতা অভিনয় করছে, সেটা আসলে মোটেই গুরুত্বপূর্ণ নয়। সম্প্রতি উরিতে হামলা হয়েছে, তার জন্য পাকিস্তানি শিল্পীদের দোষ দেওয়ার তো কোন মানে হয় না। একটি বেসরকারি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে এইসব কথা জানান প্রিয়াঙ্কা চোপড়া।

তিনি আরো জানান, ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম ও গোষ্ঠী এটিকে ইস্যু বানিয়ে তুলেছে। ভাতর-পাকিস্তান যখন কোন সমস্যা বাধে তখনই ‘সফট টার্গেট’ হয়ে দাঁড়ায় শুধু শিল্পীরাই। কেউ চিকিৎসক, উকিল বা রাজনৈতিক নেতাদের দোষ দেয় না। শেষ পর্যন্ত ভুগতে হয় আমাদের শিল্পীদেরই। যারা দোষ দিচ্ছেন, এটা তাদের বুঝতে হবে যে, জঙ্গি হামলার সঙ্গে চলচ্চিত্র অভিনেতা বা গায়কদের কোন সম্পর্ক নেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন