News71.com
 Entertaintment
 15 Aug 16, 02:58 PM
 738           
 0
 15 Aug 16, 02:58 PM

বঙ্গবন্ধুকে নিয়ে চলচ্চিত্র ‘সাদা পায়রা’

বঙ্গবন্ধুকে নিয়ে চলচ্চিত্র ‘সাদা পায়রা’

নিউজ ডেস্ক: মুক্তিযুদ্ধের মহানায়ক স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী এবার ফুটে উঠবে রুপালী পর্দায়। মুক্তিযুদ্ধকালীন পাকিস্তানের কারাগারে বঙ্গবন্ধুর ১০ মাসের কারাবাসের কাহিনী নিয়ে শিমুল সরকার নির্মাণ করছেন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সাদা পায়রা’।

এতে করে জানা গেছে, বঙ্গবন্ধুর বিশাল বর্ণাঢ্য জীবনের একটি ছোট অথচ গুরুত্বপূর্ণ অংশ নিয়েই ‘সাদা পায়রা’। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের কারাগারে বন্দী শেখ মুজিব ধারাবাহিক নির্যাতন এবং হুমকির মাঝেও মাথা নত করেননি। সেই বজ্রকন্ঠের অতুলনীয় স্পর্ধা স্তম্ভিত করে দিয়েছিল খুনী পাকিস্তানীদের। শেষ পর্যন্ত বঙ্গবন্ধুকে প্রাণে মেরে ফেলার সাহস করেনি তারা। সুস্থ দেহে স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন জাতির পিতা। দ্রুতই ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ২০১৭ সালের কোন এক জাতীয় দিবসে ছবিটি মুক্তি দেওয়ার কথা রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন