News71.com
 Economy
 19 Dec 22, 10:06 PM
 252           
 0
 19 Dec 22, 10:06 PM

কোনো দেশ ষড়যন্ত্র করলে প্রতিবাদও করতে জানি।। প্রধানমন্ত্রী

কোনো দেশ ষড়যন্ত্র করলে প্রতিবাদও করতে জানি।। প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ কোনো দেশ সহযোগিতা করলে বাংলাদেশ যেমন তার স্বীকৃতি দেয়, সম্মান করে তেমনি ষড়যন্ত্র করলে তার প্রতিবাদও করতে জানে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহান বিজয় দিবস উপলক্ষে রোববার (১৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনিস্টিটিউটে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমাদের জন্য এতটুকু কেউ কিছু করলে আমরা সেটা স্বীকার করি। আবার কেউ আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে আমরা তার প্রতিবাদও করতে জানি। তিনি বলেন, আমাদের বন্ধুপ্রতিম যত দেশ এবং যেসব দেশ আমাদের সমর্থন জানিয়েছে সব বিদেশিদের কিন্তু আমরা সম্মাননা দিয়েছি। আমার মনে হয় পৃথিবীর কোনো দেশ তাদের যারা স্বাধীনতা সংগ্রামের সময় বা মুক্তিযুদ্ধের সময় সহযোগিতা করে বা মিত্র শক্তি এভাবে সম্মান দেয় না। কিন্তু আমরা বাংলাদেশকে তাদের সম্মাননা দিয়েছি। কারণ আমরা কৃতজ্ঞতা জানাই।  মহান মুক্তিযুদ্ধের সময় বিভিন্ন দেশের সহযোগিতার কথা স্মরণ করে শেখ হাসিনা বলেন, আমাদের মহান মুক্তিযুদ্ধে যারা আমাদের পাশে দাঁড়িয়েছিলেন, শরণার্থীদের আশ্রয় দিয়েছে, খাদ্য দিয়েছে, মুক্তিযোদ্ধাদের ট্রেনিং দিয়েছে, অস্ত্র দিয়ে সহযোগিতা করেছে, আমাদের মুক্তিযুদ্ধের সময়ে যাদের সৈনিকরা আমাদের মুক্তিযোদ্ধাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অকাতরে জীবন দিয়েছে সে ভারত এবং অন্যান্য সহযোগী দেশগুলোর প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই, আন্তরিক ধন্যবাদ জানাই আমি পাশে দাঁড়ানোর জন্য।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন