News71.com
 Economy
 11 Aug 24, 09:37 PM
 100           
 0
 11 Aug 24, 09:37 PM

সূচকের টানা উত্থান॥ডিএসইর লেনদেন ২ হাজার কোটি টাকা ছাড়াল

সূচকের টানা উত্থান॥ডিএসইর লেনদেন ২ হাজার কোটি টাকা ছাড়াল

 

নিউজ ডেস্কঃ ঘুরে দাঁড়িয়েছে দেশের পুঁজিবাজার। বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরেছে। রোববারও (১১ আগস্ট) পুঁজিবাজারে সূচকের বড় উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। টানা চার কার্যদিবস পুঁজিবাজারে সূচকের বড় উত্থান হয়। আজও দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন বেড়েছে। এদিন ডিএসইর লেনদেন ২ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এতথ্য জানা গেছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৪৮২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ২৮২ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৯৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৯৪টির, কমেছে ৮৬টি এবং অপরিবর্তিত রয়েছে ১৫টির কোম্পানির শেয়ার দর।

বুধবার সিএসইতে ৩০ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৮ কোটি টাকার লেনদেন বেড়েছে। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ২২ কোটি ৬৮ লাখ টাকা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন