News71.com
 Economy
 23 May 22, 07:30 PM
 818           
 0
 23 May 22, 07:30 PM

অর্থনৈতিক সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর প্রস্তাবনা।।

অর্থনৈতিক সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর প্রস্তাবনা।।

নিউজ ডেস্কঃ মহামারি করোনা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পটভূমিতে আঞ্চলিক সংকট মোকাবিলায় অর্থনৈতিক সহযোগিতা জোরদারে পাঁচটি প্রস্তাব রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা বলেন, ‘ আমি যে প্রস্তাবগুলো রেখেছি সেগুলো  ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধে অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (এসক্যাপ) বিবেচনা করতে পারে এবং অবিলম্বে পরিস্থিতি মোকাবিলায় যৌথ পদক্ষেপ নেওয়া প্রয়োজন।’

প্রধানমন্ত্রী সোমবার জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (এসক্যাপ) ৭৮ তম অধিবেশনে সম্প্রচারিত একটি ভিডিও বার্তায় বলেন, ‘আমি যে পাঁচটি পদক্ষেপের প্রস্তাব করতে চাই, যেগুলো ‘এসক্যাপ’ বিবেচনা করতে পারে।’ ২৩ থেকে ২৭ মে ব্যাংককের জাতিসংঘ সম্মেলন কেন্দ্রে এবং ‘এসক্যাপ’-এর ৭৫তম বার্ষিকীতে অনলাইনে এই অধিবেশনটি হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন