News71.com
 Bangladesh
 21 Sep 23, 11:18 AM
 76           
 0
 21 Sep 23, 11:18 AM

সাইবার নিরাপত্তা আইন নিয়ে এতদিনের উদ্বেগ-উৎকণ্ঠা যথার্থ প্রমাণিত॥সম্পাদক পর্ষদ

সাইবার নিরাপত্তা আইন নিয়ে এতদিনের উদ্বেগ-উৎকণ্ঠা যথার্থ প্রমাণিত॥সম্পাদক পর্ষদ

 

 

নিউজ ডেস্কঃ সাইবার নিরাপত্তা আইন কার্যকর হলে তা আগের মতো সাংবাদিক নির্যাতন ও সংবাদমাধ্যমের স্বাধীনতা হরণের হাতিয়ারে পরিণত হবে। তাই সাইবার নিরাপত্তা আইনকে নিবর্তনমূলক আইন বলা ছাড়া নতুন কিছু হিসেবে বিবেচনা করা যাচ্ছে না। সাইবার নিরাপত্তা আইনে ডিজিটাল নিরাপত্তা আইনের বেশির ভাগ ধারা সন্নিবেশিত থাকায় আইনটিকে বুধবার এক বিবৃতিতে সম্পাদক পরিষদ ‘নির্বতনমূলক’ বলে অভিহিত করেছে।

 

উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর জাতীয় সংসদে ‘সাইবার নিরাপত্তা বিল-২০২৩’ পাস হয়। এতে উদ্বেগ জানিয়ে সম্পাদক পরিষদের সভাপতি মাহ্‌ফুজ আনাম ও সাধারণ সম্পাদক দেওয়ান মোহাম্মদ হানিফ স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, এই আইন সম্পর্কে সম্পাদক পরিষদসহ সংবাদমাধ্যমের অংশীজন এত দিন যে উদ্বেগ-উৎকণ্ঠা প্রকাশ করে আসছিলেন, তা যথার্থ বলে প্রমাণিত হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইন রহিত করে নতুন আইনে শাস্তি কিছুটা কমানো এবং কিছু ধারার সংস্কার করা হয়েছে মাত্র। তাই শুধু খোলস পরিবর্তন ছাড়া সাইবার নিরাপত্তা আইনে গুণগত বা উল্লেখযোগ্য কোনো পরিবর্তন নেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন