News71.com
 Bangladesh
 13 Jan 26, 01:29 PM
 7           
 0
 13 Jan 26, 01:29 PM

নয় ঘন্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে মাতারবাড়ি বিদ‍ুৎ কেন্দ্রের আগুন॥  

নয় ঘন্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে মাতারবাড়ি বিদ‍ুৎ কেন্দ্রের আগুন॥   


নিউজ ডেস্কঃ কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে এসেছে। সোমবার (১২ জানুয়ারি) রাত সাড়ে নয়টা থেকে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় ৯ ঘন্টা চেষ্টা চালিয়ে ভোর সাড়ে পাঁচটার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় বিদ্যুৎ কেন্দ্রের মূল উৎপাদন ইউনিট বা বয়লারে কোনো ক্ষতি হয়নি। বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রয়েছে। এমনটি জানিয়েছেন মহেশখালীর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিম।

ঘটনার সূত্রপাত হয় সোমবার রাত নয়টার দিকে বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে অবস্থিত স্ক্র্যাপ ইয়ার্ডে। খবর পেয়ে মহেশখালী, চকরিয়া ও বিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিটসহ মোট ছয়টি ফায়ার সার্ভিস ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। কক্সবাজার ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র কর্মকর্তা দোলন আচার্য্য জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দমকলবাহিনীর একাধিক ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন