News71.com
 Bangladesh
 13 Jan 26, 01:29 PM
 4           
 0
 13 Jan 26, 01:29 PM

ভোটের নিরাপত্তায় রাজধানীতেই থাকবে ২৫ হাজার পুলিশ॥  

ভোটের নিরাপত্তায় রাজধানীতেই থাকবে ২৫ হাজার পুলিশ॥   

নিউজ ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ঢাকা মহানগরের ভোটকেন্দ্রগুলোতে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানীর ২ হাজার ১৩১টি ভোটকেন্দ্রের নিরাপত্তায় মোতায়েন থাকবেন প্রায় ২৫ হাজার পুলিশ সদস্য। ভোটের দিন কেন্দ্রগুলোর সার্বিক পরিস্থিতি নজরদারিতে ঢাকার চারটি গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা হচ্ছে কন্ট্রোল রুম।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পরিকল্পনা অনুযায়ী, নিরাপত্তাঝুঁকি বিবেচনায় রাজধানীর ভোটকেন্দ্রগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে—গুরুত্বপূর্ণ ও সাধারণ কেন্দ্র। এর মধ্যে ঢাকায় গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত হয়েছে ১ হাজার ৮২৮টি এবং সাধারণ কেন্দ্র রয়েছে ৩০৩টি। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে অস্ত্রসহ তিনজন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। সাধারণ কেন্দ্রের নিরাপত্তায় থাকবেন অস্ত্রসহ দুজন পুলিশ সদস্য। আর কোনো একটি ভেন্যুতে একাধিক কেন্দ্র থাকলে সেখানে পাঁচজন পুলিশ সদস্য মোতায়েন থাকবেন। ভোটকেন্দ্রে দায়িত্বে থাকা প্রতিটি পুলিশ সদস্যের কাছেই থাকবে আগ্নেয়াস্ত্র।

পুলিশের পাশাপাশি প্রতিটি ভোটকেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে থাকবেন আনসার সদস্যরাও। কেন্দ্রপ্রতি ১০ জন আনসার সদস্য ও সহকারী সেকশন কমান্ডার পদমর্যাদার একজন আনসার সদস্য অস্ত্রসহ দায়িত্ব পালন করবেন। এ ছাড়া প্রতিটি ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তার ব্যক্তিগত নিরাপত্তায় থাকবেন আরও একজন অস্ত্রধারী আনসার সদস্য।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন