News71.com
 Bangladesh
 05 Oct 21, 11:22 AM
 449           
 0
 05 Oct 21, 11:22 AM

রাজধানীতে ট্রেনের ধাক্কায় দু’জনের মৃত্যু॥

রাজধানীতে ট্রেনের ধাক্কায় দু’জনের মৃত্যু॥

নিউজ ডেস্কঃ রাজধানীর সায়েদাবাদ ও নাখালপাড়ায় ট্রেনের ধাক্কায় দু’জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- ইসমাইল হোসেন (৪৫) ও অজ্ঞাতপরিচয় (৬০) একজন। গতকাল সোমবার (৪ অক্টোবর) সকালে সায়েদাবাদের করাতিটোলা এলাকায় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি মারা যান ও বিকেল সাড়ে ৪টার দিকে নাখালপাড়ায় রেললাইনে অপর একটি ট্রেনের ধাক্কায় ইসমাইল নামে ওই ব্যক্তি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ইসমাইলের মামা আবেদ আলী জানান, তার বাড়ি নরসিংদী জেলায়। স্ত্রী শিউলি আক্তার ও একমাত্র ছেলেকে নিয়ে পূর্ব নাখালপাড়ায় থাকতো। পেশায় তেমন কিছুই করতো না। বিকেলে স্ত্রীর কাছে কাজের কথা বলে বাসা থেকে বের হয় ইসমাইল। এর কিছুক্ষণ পর তার দুর্ঘটনার খবর শুনতে পাই। পরে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে পঙ্গু হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার ঢামেক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্প পুলিশ ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নাখালপাড়ায় রেল লাইনে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলার সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন ইসমাইল। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন