News71.com
 Bangladesh
 13 Jan 20, 05:07 PM
 331           
 0
 13 Jan 20, 05:07 PM

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে র‍্যাগিং বিরোধী কমিটি গঠনের নির্দেশ॥ হাইকোর্ট

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে র‍্যাগিং বিরোধী কমিটি গঠনের নির্দেশ॥ হাইকোর্ট

নিউজ ডেস্কঃ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে, বিশেষত সব সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে অধিভুক্ত কলেজে র‍্যাগিং বিরোধী কমিটি গঠন করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। র‍্যাগিংয়ের আক্রান্ত শিক্ষার্থীদের জরুরি সাহায্য ও দ্রুত প্রতিকার দিতে এই কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়।এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে আজ রোববার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। শিক্ষাসচিব, স্বরাষ্ট্রসচিব ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানের প্রতি ওই নির্দেশ দেওয়া হয়েছে। তিন মাসের মধ্যে কমিটি গঠন করে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে।শিক্ষাপ্রতিষ্ঠানে র‍্যাগিং বিরোধী কমিটি এবং পর্যবেক্ষণে স্কোয়াড গঠনের নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান ওই রিট করেন। আদালতে রিটের পক্ষে তিনি নিজেই শুনানি করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন