Bangladesh
 12 Nov 19, 06:55 PM
 45             0

বেগমগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত॥

বেগমগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত॥

নিউজ ডেস্কঃ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বাসচাপায় মো. ইয়াছিন (৩৫) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার গাবুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াছিন জেলার সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের আজিজপুর গ্রামের মৃত নুরুল ইসলাম মাস্টারের ছেলে। তিনি ওই উপজেলার কাবিলপুর ইউনিয়ন যুবদলের সহ-সাধারণ সম্পাদক ছিলেন। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) নুরে আলম জানান, মঙ্গলবার সকালে চৌমুহনী চৌরাস্তা থেকে ইয়াসিন মোটরসাইকেলে করে গাবুয়া এলাকায় আসেন। এসময় জেলা শহর মাইজদী থেকে আসা একটি বাস তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন ইয়াছিন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')